হেরাল্ড মামলায় স্বামীর আর্জি খারিজ

ন্যাশনাল হেরাল্ড মামলায় বিভিন্ন মন্ত্রকের নথি চেয়ে সুব্রহ্মণ্যম স্বামীর আর্জি খারিজ করল নিম্ন আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৬ ০৩:২০
Share:

ন্যাশনাল হেরাল্ড মামলায় বিভিন্ন মন্ত্রকের নথি চেয়ে সুব্রহ্মণ্যম স্বামীর আর্জি খারিজ করল নিম্ন আদালত।

Advertisement

সনিয়া গাঁধী, রাহুল গাঁধী-সহ ছ’জনের বিরুদ্ধে ‘ন্যাশনাল হেরাল্ড’ সংবাদপত্রের হোল্ডিং কোম্পানি ‘অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেড’-এর তহবিল ও সম্পত্তি বেআইনি ভাবে দখল করার অভিযোগ এনেছিলেন স্বামী। সেই মামলায় গত বছরের ডিসেম্বর মাসে জামিন নিতে হয় সনিয়া, রাহুল-সহ সব অভিযুক্তকে। তার পরে বিচারের জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রক ও ২০১০-১১ সালে কংগ্রেসের ‘ব্যালান্স শিট’ চেয়ে আর্জি জানিয়েছিলেন তিনি। নিম্ন আদালতে তা জমাও দেন অভিযুক্তকে। কিন্তু দিল্লি হাইকোর্ট এ নিয়ে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয়। পরে ফের কিছু নথি চেয়ে নিম্ন আদালতে যান স্বামী। অভিযুক্তদের আইনজীবীরা জানান, নতুন মামলা দায়ের করার জন্য নথি খুঁজছেন স্বামী। তাই বার বার আর্জি জানাচ্ছেন। স্বামী সে কথা মানতে না চাইলেও আজ তাঁর নয়া আর্জি খারিজ করেছে নিম্ন আদালত। ১০ ফেব্রুয়ারি চার্জ গঠনের আগের শুনানি হবে। তখনই নিজের পক্ষের সাক্ষীদের হাজির করার শেষ সুযোগ পাবেন স্বামী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন