Senior citizen

খারাপ ব্যবহার করলে সন্তানকে বাড়ি থেকে বার করে দিতে পারেন প্রবীণেরা! জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট

এক আইনজীবী জানিয়েছেন, হাই কোর্টের এই নির্দেশ বুঝিয়ে দিল, যে বাবা-মায়ের বাড়িতে থাকা সন্তানদের চিরকালীন অধিকার হতে পারে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ২২:৩৭
Share:

— প্রতীকী চিত্র।

সন্তান খারাপ আচরণ করলে, হেনস্থা করলে তাঁকে নিজের বাড়ি থেকে বার করে দিতে পারেন প্রবীণ নাগরিকেরা। জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট। এই হেনস্থা করার কোনও প্রমাণ বাবা-মাকে দিতে হবে না। ২০০৭ সালের অভিভাবক কল্যাণ এবং প্রবীণ নাগরিক আইনে এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে হাই কোর্ট।

Advertisement

দিল্লির রাজা গার্ডেনের বাসিন্দা পিয়ারের করা মামলায় এই পর্যবেক্ষণের কথা জানাল দিল্লি হাই কোর্ট। ২০১৪ সালে পিয়ারে তাঁর কন্যা, জামাতা এবং নাতি-নাতনিকে নিজের দিল্লির নিউ রঞ্জিত নগরের বাড়ির তিন তলায় থাকতে দিয়েছিলেন। পিয়ারের অভিযোগ, ক্রমে তাঁর এবং তাঁর স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন ওই কন্যা। ২০০৭ সালের প্রবীণ নাগরিক আইনে কন্যা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ২০২২ সালে থানায় অভিযোগ দায়ের করেন পিয়ারে। জেলাশাসক অভিযুক্ত কন্যাকে বাবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।

এই মামলা চালকালীন মেয়েকে ‘ত্যাজ্য কন্যা’ করেন পিয়ারে। জেলাশাসকের নির্দেশের বিরুদ্ধে বিভিন্ন আদালতে আবেদন করেন পিয়ারের কন্যা। শেষে দিল্লি হাই কোর্টে আবেদন করেন তিনি। সেখানেই হাই কোর্ট জানিয়ে দেয়, সন্তান খারাপ আচরণ করলে তাঁকে বাড়ি থেকে বার করে দিতে পারেন বাবা-মা। এই নির্দেশ কার্যকর হচ্ছে কি না তা দেখতে বলেন দিল্লির ডেপুটি কমিশনারকে। এক আইনজীবী জানিয়েছেন, হাই কোর্টের এই নির্দেশ বুঝিয়ে দিল, যে বাবা-মায়ের বাড়িতে থাকা সন্তানদের চিরকালীন অধিকার হতে পারে না। প্রবীণেরা যাতে নিজের বাড়িতে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন, ২০০৭ সালের ওই আইনে তা সুনিশ্চিত করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement