রশিদ মামলায় নোটিস

বৌবাজার বিস্ফোরণের প্রধান আসামি রশিদ খানের মুক্তির আবেদন কেন্দ্রীয় সরকারকে তিন মাসের মধ্যে বিবেচনা করতে বলেছিল সুপ্রিম কোর্ট। তার পরে ১৪ মাস কেটে গেলেও কেন্দ্র এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। কেন্দ্রের যুক্তি, পশ্চিমবঙ্গ রশিদ সংক্রান্ত কোনও নথিই পাঠায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ মার্চ ২০১৮ ০৩:৪৮
Share:

বৌবাজার বিস্ফোরণের প্রধান আসামি রশিদ খানের মুক্তির আবেদন কেন্দ্রীয় সরকারকে তিন মাসের মধ্যে বিবেচনা করতে বলেছিল সুপ্রিম কোর্ট। তার পরে ১৪ মাস কেটে গেলেও কেন্দ্র এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। কেন্দ্রের যুক্তি, পশ্চিমবঙ্গ রশিদ সংক্রান্ত কোনও নথিই পাঠায়নি। কেন কেন্দ্র সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি, রাজ্যেরই বা কী বক্তব্য, তা জানতে চেয়ে চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে বক্তব্য জানানোর নির্দেশ দিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি মুক্তা গুপ্ত।

Advertisement

বৌবাজার বিস্ফোরণ মামলায় প্রধান আসামি রশিদ খানকে ২০০১-যাবজ্জীবন কারাদণ্ড দেয় টাডা আদালত। রশিদের আইনজীবী কবীরশঙ্কর বসু বলেন, ‘‘রাজীব গাঁধী হত্যা মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, টাডা আইনে বন্দিদের মুক্তি দিতে হলে কেন্দ্রের অনুমোদন লাগবে। ২০১৭-র জানুয়ারিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে তিন মাসে রশিদের আর্জি বিবেচনার নির্দেশ দিলেও কেন্দ্র সিদ্ধান্ত নেয়নি।’’ রশিদের ছেলে ফরিদ খান তথ্যের অধিকার আইনে জানতে পারেন, কেন্দ্রকে নথি পাঠায়নি রাজ্য। কেন সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি, তা নিয়ে আজ আদালতে প্রশ্ন তোলেন বিচারপতি গুপ্ত। রশিদ এর আগে সুপ্রিম কোর্টে দাবি করেন, বৌবাজার মামলায় তাঁর সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পান্নালাল জয়সোয়ারা আগেই ছাড়া পেয়ে গিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন