AI Generated Video

মোদী এবং তাঁর মাকে নিয়ে এআই ভিডিয়ো ঘিরে বিতর্ক! কংগ্রেসের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের

সম্প্রতি বিহার প্রদেশ কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি। ওই ৩৬ সেকেন্ডের ওই ভিডিয়ো ক্লিপে দেখানো হয়েছে, প্রধানমন্ত্রীকে স্বপ্নে তিরস্কার করছেন এক বৃদ্ধা (যাঁর চেহারা প্রয়াত হীরাবেনের মতো)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৭
Share:

(বাঁ দিকে) এআই দ্বারা নির্মিত ভিডিয়োয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁ মা হীরাবেন মোদী (ডান দিকে)। ছবি: এক্স।

কৃত্রিম মেধা (এআই) ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মা হীরাবেন মোদীকে নিয়ে ভিডিয়ো তৈরির ঘটনায় এ বার এফআইআর রুজু করল দিল্লি পুলিশ। বিহার কংগ্রেসের সমাজমাধ্যম পাতা থেকে ওই ভিডিয়োটি পোস্ট হয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, ওই ভিডিয়োর মাধ্যমে প্রধানমন্ত্রী এবং তাঁর প্রয়াত মায়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন দিল্লির বিজেপি নেতা সঙ্কেত গুপ্ত। ওই অভিযোগের ভিত্তিতেই এফআইআর রুজু করেছে দিল্লি পুলিশ।

Advertisement

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিহারে ‘ভোটাধিকার যাত্রা’ চলাকালীনও বিতর্ক তৈরি হয়েছিল। ওই কর্মসূচির সময় বিহারের দ্বারভাঙায় প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কটূ মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ। ওই ঘটনায় আগেই পদক্ষেপ করেছে বিহার পুলিশ। প্রধানমন্ত্রী মোদী স্বয়ং ওই ঘটনা নিয়ে মুখ খুলেছেন। এ বারও বিতর্ক সেই বিহারেই। সম্প্রতি বিহার প্রদেশ কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি। ওই ৩৬ সেকেন্ডের ওই ভিডিয়ো ক্লিপে দেখানো হয়েছে, প্রধানমন্ত্রীকে স্বপ্নে তিরস্কার করছেন এক বৃদ্ধা (যাঁর চেহারা প্রয়াত হীরাবেনের মতো)। বলছেন, ‘‘বাবা নরেন। ভোটের জন্য আর কতটা নীচে নামবে। প্রথমে তুমি আমাকে নোটবন্দির লাইনে দাঁড় করালে। তার পর আমাকে প্রণাম করারও রিল বানালে। এ বার বিহারে আমার নামে রাজনীতি শুরু করলে! অপমানজনক পোস্টার-ব্যানার বানালে!”

ওই ভিডিয়ো প্রকাশের ঘটনায় কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে দিল্লির নর্থ এভিনিউ থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির এক নেতা। অভিযোগকারীর দাবি, ওই ভিডিওটি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি নৈতিকতা এবং মহিলাদের মর্যাদাকেও লঙ্ঘন করেছে। পিটিআই অনুসারে, ওই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৬, ৩৪০(২), ৩৫২, ৩৫৬(২) এবং ৬১(২) ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ। বস্তুত, চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে পর পর এই দু’টি ঘটনা বেশ অস্বস্তিতে ফেলেছে বিহারের কংগ্রেস শিবিরকে।

Advertisement

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কংগ্রেসকে নিশানা করতে শুরু করেছে পদ্মশিবির। বিজেপি সাংসদ রাধামোহন দাস আগরওয়াল বলেন, ‘‘দেশের সমস্ত মা-বোনেদের অপমান করছে কংগ্রেস।’’ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘বার বার জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার পর, মরিয়া কংগ্রেস। বিকৃত মানসিকতা নিয়ে, প্রতিদিনই নীচে নামার নতুন রেকর্ড স্থাপন করতে শুরু করেছে তারা।’’ যদিও কংগ্রেসের দাবি, তারা প্রধানমন্ত্রী বা তাঁর মায়ের প্রতি কোনও অসম্মান করেনি। কংগ্রেস নেতা পবন খেরা বিজেপিকে পাল্টা নিশানা করে বলেন, “ওদের আপত্তি কী? একজন মা তার ছেলেকে সঠিক কিছু শেখাতে চাইছেন। এতে অসম্মান কোথায়? এটা মা বা সন্তান কাউকেই অসম্মান করা হয়নি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement