National News

প্রজাতন্ত্র দিবসে বিমান হামলার ছক লস্করের! নিশ্ছিদ্র নিরাপত্তায় দিল্লি

আকাশ পথে হতে পারে আক্রমণ। নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হল গোটা রাজধানী। ভারতীয় গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হামলা চালানোর পরিকল্পনা করছে লস্কর-ই-তৈবা। চার্টার বিমান বা চার্টার হেলিকপ্টারের মাধ্যমে আক্রমণ চালানো হতে পারে বলে খবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ১৭:১২
Share:

দিল্লির রাস্তায় কড়া নিরাপত্তা। নিজস্ব চিত্র

আকাশ পথে হতে পারে আক্রমণ। নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হল গোটা রাজধানী। ভারতীয় গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হামলা চালানোর পরিকল্পনা করছে লস্কর-ই-তৈবা। চার্টার বিমান বা চার্টার হেলিকপ্টারের মাধ্যমে আক্রমণ চালানো হতে পারে বলে খবর।

Advertisement

কাল, শুক্রবার ৬৮তম প্রজাতন্ত্র দিবস পালিত হবে গোটা দেশজুড়ে। তার আগে জঙ্গি হামলার সম্ভাবনায় কড়া নিরাপত্তার ঘেরাটোপে কার্যত মুড়ে ফেলা হয়েছে রাজধানী। দিল্লি পুলিশ ও কেন্দ্র নিরাপত্তা বাহিনীর ৫০ হাজার নিরাপত্তরক্ষী আগামিকাল নামতে চলেছে দিল্লির রাজপথে।

আরও পড়ুন: প্রিয়ঙ্কার থেকেও সুন্দরী বক্তা বিজেপিতে আছে! বিনয়ের মন্তব্যে বিতর্ক

Advertisement

দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, আকাশকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়েছে অ্যান্টি ড্রোন প্রযুক্তি। যার সাহায্যে আকাশপথে যে কোনও ধরনের হামলার সম্ভাবনা বা আপত্তিজনক বস্তুর উপস্থিতি টের পাওয়া যাবে আগে থেকেই। পাশাপাশি সমস্ত উঁচু বিল্ডিংয়ের ছাদে থাকছে অ্যান্টি এয়ারক্র্যাফ্ট বন্দুক। শহরের প্রতি কোনায় থাকছে সিসিটিভি ক্যামেরা।

গোয়েন্দা বিভাগের আশঙ্কা ৯/১১-র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধরনে হামলা চালাতে পারে লস্কর। ফলে শুক্রবার সকাল ১০:৩৫ থেকে ১২:১৫ পর্যন্ত সমস্ত বাণিজ্যিক বিমানের ওঠা-নামা বন্ধ করা হয়েছে দিল্লির আন্তর্জাতিক বিমান বন্দরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন