Shraddha Walkar Murder Case

দিল্লি থেকে দুবাই, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল আফতাবের! চার্জশিটে দাবি দিল্লি পুলিশের

শ্রদ্ধা ছাড়াও আরও এক জনের সঙ্গে আফতাবের সম্পর্ক ছিল প্রাথমিক তদন্তে জানতে পেরেছিল পুলিশ। এই সম্পর্ক নিয়ে শ্রদ্ধা এবং আফতাবের মধ্যে ঝামেলাও হয়েছিল একাধিক বার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৫
Share:

লিভ ইন সঙ্গী শ্রদ্ধা ওয়ালকরকে খুন করে দেহ টুকরো করে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার আফতাব। ফাইল চিত্র।

শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডে অভিযুক্ত তাঁর লিভ ইন সঙ্গী আফতাব পুনাওয়ালার একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। সেই সম্পর্ক দেশ থেকে বিদেশেও ছড়ানো ছিল। চার্জশিটে দিল্লি পুলিশ এমনই দাবি করেছে।

Advertisement

শ্রদ্ধা ছাড়াও আরও এক জনের সঙ্গে আফতাবের সম্পর্ক ছিল প্রাথমিক তদন্তে জানতে পেরেছিল পুলিশ। এই সম্পর্ক নিয়ে শ্রদ্ধা এবং আফতাবের মধ্যে ঝামেলাও হয়েছিল একাধিক বার। কিন্তু তদন্ত যত এগিয়েছে পরতে পরতে রহস্য উন্মোচন হয়েছে এই হত্যাকাণ্ডের। পুলিশ জানতে পেরেছে, এক নয় একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল আফতাবের। আর সেই সম্পর্ক দিল্লি থেকে দুবাই পর্যন্ত ছড়ানো ছিল।

তদন্তের শুরুর দিকে পুলিশ জানিয়েছিল, শ্রদ্ধাকে খুনের পর ডেটিং অ্যাপের মাধ্যমে এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন আফতাব। তাঁকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসতেন প্রায়ই। কিন্তু পুলিশ তদন্তে পরে জানতে পারে, ওই মহিলার সঙ্গেও তাঁর ঝামেলা শুরু হয়েছিল আফতাবের সঙ্গে একাধিক মহিলার সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর।

Advertisement

শ্রদ্ধাকে খুনের আগে মুম্বইয়ের কাছে ভাসাইতে চলে আসেন আফতাবরা। তার পর সেখান থেকে দিল্লিতে চলে যান। তার পরই গত বছরের ১৮ মে শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুনের পর তাঁর দেহ টুকরো টুকরো করে কাটার অভিযোগ ওঠে আফতাবের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন