Dog

রাজধানীর সব সারমেয়র হয়ে আদালতে মহিলা, কী আবেদন জানালেন তিনি?

অক্টোবর তিনি দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে দিল্লি পুরসভার নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশনটি দায়ের করেছেন। কী রয়েছে সেই নির্দেশিকায়?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৩:৪৭
Share:

দিল্লি পুরসভার নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন দায়ের হয়েছে। —ফাইল চিত্র।

রাজধানী দিল্লির সব কুকুরদের হয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ এক মহিলা। তাদের হয়ে তিনিই জানালেন অভিযোগ। আবেদন করলেন, পুরসভার নতুন আইনের হাত থেকে তাদের বাঁচানোর। তিনি আর্জিতে জানিয়েছে, দিল্লি পুরসভার নতুন আইন রাস্তার ‘অবৈধ’ কুকুরদের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে।

Advertisement

সম্প্রতি দিল্লি সংলগ্ন গাজিয়াবাদ এবং নয়ডায় কুকুরের কামড় নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। কিছু নাগরিকের তরফে জানানো হয়েছে, কুকুরের কামড়ে আহত হচ্ছেন বহু। দিল্লি হাই কোর্টে আবেদনকারী জানিয়েছেন, এই অভিযোগ ‘সাজানো’।

Advertisement

সংবাদ সংস্থা জানিয়েছে, মামলাটি আগামী ফেব্রুয়ারি মাসে শুনবে দিল্লি হাই কোর্ট। এই আবেদন নিয়ে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুরসভার জবাব চেয়েছে।

আবেদনকারীর নাম কামিনী খন্না। ১৪ অক্টোবর তিনি দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে দিল্লি পুরসভার নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশনটি দায়ের করেছেন। কী রয়েছে সেই নির্দেশিকায়? পুরসভার ওই নির্দেশিকা বলছে, নথিভুক্তকরণ হয়নি এমন কোনও কুকুরকে রাস্তায় দেখলে ধরে নিয়ে যাবে পুরসভা। এক সপ্তাহের মধ্যে কুকুরটিকে কেউ জরিমানা দিয়ে ছাড়াতে না এলে তাকে মেরে ফেলা হবে। কামিনীর অভিযোগ, নতুন নির্দেশিকার ফলে রাজধানীতে কেউ আর রাস্তার কুকরকে খেতে দেবে না। ফলে ওরা এমনিই মরে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement