হত মুক্তমনাদের নামে স্টেশনের নামের দাবি

নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে, এম এম কালবুর্গি এবং গৌরী লঙ্কেশ— গত পাঁচ বছরে মহারাষ্ট্র এবং কর্নাটকে নিহত এই চার মুক্তমনার নামে চারটি রেলস্টেশনের নামকরণ করার দাবি তুললেন তাঁদের পরিজনেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৮ ০৩:৩৫
Share:

নরেন্দ্র দাভোলকর, এম এম কালবুর্গি, গৌরী লঙ্কেশ এবং গোবিন্দ পানসারে।

নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে, এম এম কালবুর্গি এবং গৌরী লঙ্কেশ— গত পাঁচ বছরে মহারাষ্ট্র এবং কর্নাটকে নিহত এই চার মুক্তমনার নামে চারটি রেলস্টেশনের নামকরণ করার দাবি তুললেন তাঁদের পরিজনেরা। দাভোলকরের ছেলে হামিদ দাভোলকর, পানসারের পুত্রবধূ মেঘা পানসারে এবং লঙ্কেশের বোন কবিতা লঙ্কেশ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে লিখিত একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন। যেখানে দাবি করা হয়েছে, মহারাষ্ট্র এবং কর্নাটকে ওই চার জনের হত্যাস্থলের নিকটবর্তী রেলস্টেশনগুলির নাম তাঁদের নামে রাখা হোক। ওই পিটিশনে স্বাক্ষর করেছেন তিস্তা শেতলবাড়, বিনায়ক সেন, প্রশান্ত ভূষণ, অশোক গঙ্গোপাধ্যায় প্রমুখ। উত্তরপ্রদেশের মোগলসরাই স্টেশনের নাম বদলে দীনদয়াল উপাধ্যায় জংশন হওয়ার পরে হামিদ, মেঘা, কবিতাদের এই দাবি নতুন তাৎপর্য পেয়েছে বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement