অসমে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচশ ছুঁতে চলেছে। এর মধ্যে সব চেয়ে বেশি, ৩৭৮ জন ডেঙ্গি রোগীর সন্ধান মিলেছে খোদ কামরূপ মহানগর জেলাতেই। গত কালই মহানগরে ৬৬ জনের দেহে ডেঙ্গির জীবাণু নিশ্চিত করা হয়েছে। মারা গিয়েছেন এক মহিলা। স্বাস্থ্যকর্মীরা দরজায় দরজায় ঘুরছেন। জ্বর থাকা ব্যক্তির সন্ধান মিললেই নমুনা ও রোগের লক্ষ্ণণ পরীক্ষা করা হচ্ছে। মানুষকে সচেতন করার কাজও চলছে। কামরূপের বিভিন্ন এলাকায় চলছে ফগিং। মহানগরের আমেরিগগ থেকে সব চেয়ে বেশি ৫৬ জন ডেঙ্গি রোগীর সন্ধান মিলেছে। কাহিলীপাড়ায় ৩৪ জন, লাল গণেশে ৩১ ও ওদালবাক্রায় ১১ জনের ডেঙ্গি ধরা পড়েছে। সবই পাশাপাশি এলাকা। এ ছাড়া ডিব্রুগড় এবং কামরূপ ১৫ জন, নলবাড়িতে ১৩ জনের রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৪৮৫ জন।