Gurmeet Ram Rahim

আবার জেলের বাইরে রাম রহিম! ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেলেন ধর্ষণে সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু, সাত বছরে ১৪ বার

মঙ্গলবার সকালে জেলের বাইরে আসেন হরিয়ানার স্বঘোষিত গুরু। জেল সূত্রে খবর, মুক্তি পাওয়ার পরই সিরসায় ডেরা সচ্চা সৌদা-র আশ্রমের উদ্দেশে রওনা হন রাম রহিম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১১:৩১
Share:

গুরমিত রাম রহিম। ফাইল চিত্র।

আবার প্যারোলে মুক্তি পেলেন ধর্ষণে সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিম। তাঁকে ৪০ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছে। ২০১৭ সাল থেকে হরিয়ানার রোহতক জেলে বন্দি রাম রহিম। এই সময়ের মধ্যে ১৪ বার প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার সকালে জেলের বাইরে আসেন হরিয়ানার স্বঘোষিত গুরু। জেল সূত্রে খবর, মুক্তি পাওয়ার পরই সিরসায় ডেরা সচ্চা সৌদা-র আশ্রমের উদ্দেশে রওনা হন রাম রহিম। দুই শিষ্যাকে ধর্ষণে ২০১৭ সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন ডেরা প্রধান। ২০ বছরের সাজা দেওয়া হয়েছে তাঁকে। তার পর থেকেই রোহতকের জেলে বন্দি। কিন্তু এই সাত বছরে মধ্যে অন্তত ১৪ বার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে ডেরা প্রধানকে। তা নিয়ে কম বিতর্ক এবং সমালোচনা হয়নি।

গত এপ্রিলেও ২১ দিনের জন্য তাঁর প্যারোল মঞ্জুর করে হরিয়ানা সরকার। এ বছরের জানুয়ারিতে ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল ডেরা প্রধানকে। ২০২২ সালে জেল থেকে তিন বার মুক্তি দেওয়া হয়েছিল রাম রহিমকে। প্রথম বার ২১ দিনের জন্য। ঘটনাচক্রে, পঞ্জাবে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই মুক্তি দেওয়া হয় তাঁকে। আবার তার তিন মাস পর এক মাসের জন্য মুক্তি দেওয়া হয় ডেরা প্রধানকে। সেই সময় হরিয়ানায় পুরসভা নির্বাচন চলছিল। হরিয়ানায় উপনির্বাচনের আগে আবার ৪০ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছিল রাম রহিমকে। হরিয়ানায় ভোটের আগে বার বার রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে যথেষ্ট বিতর্কও হয়।

Advertisement

২০০২ সালে রাম রহিমের ডেরার রাজ্য কমিটির সদস্য রণজিৎ সিংহের খুনের মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেও গত বছরের মে মাসে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট মুক্তি দিয়েছে রাম রহিমকে। তবে আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে নিম্ন আদালতে রায়ে ২০ বছরের সাজা খাটছেন ডেরাপ্রধান। তাঁর বর্তমান ঠিকানা হরিয়ানার রোহতকের সুনিয়া জেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement