বাস থেকে মিলল ডিটোনেটর। পুলিশ জানায়, আজ সকালে আসাম রাইফেল্স জওয়ানরা শোণিতপুরের বিভিন্ন স্থানে নিয়মমাফিক তল্লাশি চালাচ্ছিলেন।
Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০১৫ ০৩:১৪
Share:
বাস থেকে মিলল ডিটোনেটর। পুলিশ জানায়, আজ সকালে আসাম রাইফেল্স জওয়ানরা শোণিতপুরের বিভিন্ন স্থানে নিয়মমাফিক তল্লাশি চালাচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঢেকিয়াজুলির উরিয়ামতলি এলাকায় বাস থেকে একটি দাবিহীন ব্যাগ মেলে। তার ভিতরে ছিল ৫০টি ডিটোনেটর।