National news

বিমান ওঠানামায় বাধা, মুম্বইয়ে ৭০টি বহুতলের ‘মাথা’ ভাঙার নোটিস

আগামী অগস্টের মধ্যে উচ্চতা না কমালে বহুতলগুলির কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই নোটিসে জানিয়েছে ডিজিসিএ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৭ ১২:৩৯
Share:

প্রতীকী ছবি।

মুম্বইয়ের ৭০টি বহুতলকে উচ্চতা কমানোর নোটিস দিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। বিমানের ওঠানামায় বাধা সৃষ্টি হওয়ার জন্যই এই নোটিস। জুন মাসের বিভিন্ন সময়ে বহুতল কর্তৃপক্ষকে এই নোটিস দেওয়া হয়েছে। আগামী অগস্টের মধ্যে উচ্চতা না কমালে বহুতলগুলির কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই নোটিসে জানিয়েছে ডিজিসিএ। মুম্বই বিমানবন্দরের আশপাশে অর্থাৎ ভিলে পারলে, সান্তাক্রুজ এবং ঘাটকোপারে বহুতলগুলোকে এই নোটিস দেওয়া হয়েছে।

Advertisement

এই বিল্ডিংগুলোর মধ্যে অনেক আবাসন রয়েছে। নতুন অধিক উচ্চতাবিশিষ্ট বহুতলের পাশাপাশি অপেক্ষাকৃত কম উচ্চতার ৫০ বছরের পুরনো বহুতলও রয়েছে। নোটিস পাওয়ার পরই তাই বহুতল কর্তৃপক্ষের পাশাপাশি আবাসিকরাও উদ্বিগ্ন।

হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন?

Advertisement

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার(এআইআই) তরফে জানানো হয়েছে, ইদানীংকালে বহুতলগুলি অনেক উঁচু তৈরি করা হচ্ছে। বিমানবন্দরের আশেপাশে বহুতলের সংখ্যাও বাড়ছে। এই বহুতলগুলিই বিমান ওঠা-নামায় বাধা সৃষ্টি করছে বলে দাবি এআইআই-এর। এই বহুতলগুলোর জন্যই অনেক সময় পাইলট ঠিক মতো ল্যান্ডিং পয়েন্ট দেখতে পান না। ফলে দুর্ঘটনার সম্ভাবনাও বাড়ছে। এই নিয়ে বম্বে হাইকোর্টে একটি মামলা করে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। বাধা সৃষ্টিকারী বহুতলের একটি তালিকা চেয়েছে বম্বে হাইকোর্ট। বিষয়টি খতিয়ে দেখার দেখার পরই বম্বে হাইকোর্ট ডিজিসিএ-কে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। তার পরই এই নোটিস দেয় ডিজিসিএ।

আরও পড়ুন: শিশুর দেহে বিঁধে ৭ সুচ, ধন্দে পুলিশ

ভিলে পারলের এক আবাসিকদের প্রশ্ন, ১৯৬৭ সাল থেকে সেখানে আছেন তিনি। হঠাৎ করে এখন তাঁর আবাসন কী ভাবে বিমানের বাধা হয়ে দাঁড়াল? আর এক প্রৌঢ়ের জিজ্ঞাসা, ‘‘আমরা কোথায় যাব? এই বয়সে কী আর নতুন করে ফ্ল্যাট কেনা সম্ভব?’’ আর এক আবাসিকের প্রশ্ন, ‘‘বহুতলের মাথার দিক থেকে ৬ মিটার পর্যন্ত ভাঙলে যদি বহুতলটাই ভেঙে পড়ে, তার দায়িত্ব কে নেবে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement