National news

শশীর খবর ফাঁস করায় কোপ, বদলি করে দেওয়া হল ডিআইজি রূপাকে

সোমবার ডিআইজি (কারা)-র পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হল কর্নাটক পুলিশের ট্র্যাফিক এবং রোড সেফটি বিভাগে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৭ ১৭:০২
Share:

ডিআইজি (কারা)-র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রূপাকে। —ফাইল চিত্র।

শশিকলার ‘ভিআইপি ট্রিটমেন্ট’-এর খবর ফাঁস করে দেওয়া মহিলা পুলিশকর্মীর উপর এ বার সরাসরি কোপ পড়ল। সোমবার ডিআইজি (কারা)-র পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হল কর্নাটক পুলিশের ট্র্যাফিক এবং রোড সেফটি বিভাগে।

Advertisement

জেলে এআইএডিএমকে নেত্রী শশিকলাকে ‘ভিআইপি ট্রিটমেন্ট’ দেওয়ার খবর সাংবাদিকদের সামনে ফাঁস করে দিয়েছিলেন রূপা। রূপা জানিয়েছিলেন, জেলের ভিতর খাওয়াদাওয়ার অসুবিধা যাতে না হয়, তার জন্য এক্সক্লুসিভ রান্নাঘর তৈরি করিয়েছেন তিনি। কার্যসিদ্ধির জন্য জেল আধিকারিকদের নাকি দু’কোটি টাকা ঘুষও দিয়েছেন। যাতে যুক্ত রয়েছেন কর্নাটকের ডিজি (কারা) সত্যনারায়ণ রাও নিজে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে, অঙ্কের হিসেবে এগিয়ে রামনাথ

Advertisement

কর্নাটকের বিরোধী দল জনতা দল (এস)-এর নেতা কুমারস্বামী বলেন, ‘‘এমনটা যে হবে তা আগে থেকেই জানতাম। এই সরকার বেআইনি কাজকর্মে মদত দেয়। এক জন আসামীর নিরাপত্তা দেয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement