কন্ডোমের বিজ্ঞাপন কি শালীনতার আইন ভাঙছে, প্রশ্ন এবার খোদ সুপ্রিম কোর্টের

এ দেশে কন্ডোমের বিজ্ঞাপনগুলি কি সত্যিই শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে? বিতর্কটাতো বেশ কয়েকদিন ধরেই চলছিল। এবার সে বিতর্কটা বেশ খানিকটা উস্কে দিল খোদ সুপ্রিম কোর্টই। ক্রেতাদের আকর্ষণ করতে কন্ডোম প্রস্তুতকারী সংস্থাগুলো বিজ্ঞাপনে যে ধরনের ইরোটিক ছবি ব্যবহার করে সেগুলি নিয়ে স্পষ্টতই অখুশি ভারতের শীর্ষ আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৬ ১৬:৩৫
Share:

এ দেশে কন্ডোমের বিজ্ঞাপনগুলি কি সত্যিই শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে? বিতর্কটাতো বেশ কয়েকদিন ধরেই চলছিল। এবার সে বিতর্কটা বেশ খানিকটা উস্কে দিল খোদ সুপ্রিম কোর্টই। ক্রেতাদের আকর্ষণ করতে কন্ডোম প্রস্তুতকারী সংস্থাগুলো বিজ্ঞাপনে যে ধরনের ইরোটিক ছবি ব্যবহার করে সেগুলি নিয়ে স্পষ্টতই অখুশি ভারতের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন একটি বেঞ্চ অ্যাডিশনাল সলিসিটর জেনারাল মনিন্দর সিংহকে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Advertisement

কন্ডোম ও বিভিন্ন যৌন সামগ্রীর বিজ্ঞাপনে যে ছবি ব্যবহৃত হয় তা কি শালীনতা সংক্রান্ত আইনকে লঙ্ঘন করছে? এএসজি-কে প্রশ্ন করেছে অ্যাপেক্স কোর্ট। ছ’সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে তাঁকে।

২০০৮ সালে মাদ্রাজ হাইকোর্টের একটি নির্দেশের বিপক্ষে সুপ্রিমকোর্টে একটি পিআইএল দায়ের করেছিল কন্ডোম ও গর্ভনিরোধক পিল প্রস্তুতকারী বিভিন্ন সংস্থা। সেই পিআইএল-র শুনানিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট।

Advertisement

আরও পড়ুন-মাতৃদুগ্ধ ব্যাঙ্ক চালু হল দিল্লিতে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন