India Pakistan Tension

‘কাশ্মীর সমস্যার সমাধান করার চেষ্টা করব’! বললেন ট্রাম্প, অস্ত্রবিরতির জন্য ভারত-পাক রাষ্ট্রনেতাদের ভূয়সী প্রশংসা

ভারত এবং পাকিস্তানের নেতাদের জন্য গর্বিত, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, এই সংঘর্ষে অনেক নিরীহ মানুষের মৃত্যু হতে পারত। কিন্তু যে ভাবে দুই দেশ এগিয়ে এসে সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে, তা প্রশংসার যোগ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ০৯:৪২
Share:

ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

ভারত এবং পাকিস্তানের সংঘর্ষবিরতির সিদ্ধান্তকে আবার স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’দেশের রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তের জন্য তিনি গর্বিত।

Advertisement

ট্রাম্প নিজের সমাজমাধ্যম হ্যান্ডল ট্রুথ সোশ্যালে লিখেছেন,‘‘ এখনই আগ্রাসন থামানো উচিত, তা যে দুই শক্তিধর দেশ ভারত এবং পাকিস্তান বুঝতে পেরেছে, তার জন্য আমি গর্বিত।’’ মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন যে, এই সংঘর্ষে অনেক নিরীহ মানুষের মৃত্যু হতে পারত। কিন্তু যে ভাবে দুই দেশ এগিয়ে এসে সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে, তা প্রশংসার যোগ্য।

শুধু তা-ই নয়, কাশ্মীর নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতে তিনি আগ্রহী। দু’দেশের সঙ্গেই এ বিষয়ে কাজ করতে চায় আমেরিকা। ট্রাম্প আরও লিখেছেন, ‘‘দু’দেশের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমিত করার জন্য আমেরিকা যে ভূমিকা নিয়েছে, তার জন্যও আমি গর্বিত।’’ পাশাপাশি, দু’দেশের সঙ্গেও বাণিজ্যিক বিষয়ে সম্পর্ক মজবুত করারও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরই তিনি, কাশ্মীর প্রসঙ্গ টেনে মন্তব্য করেন, এই সমস্যার সমাধানের যাতে একটি রাস্তা বেরিয়ে আসে, তার জন্য ভারত-পাক দু‌’দেশের সঙ্গেই কাজ করতে আগ্রহী তিনি। শেষে আবার তিনি বলেন, ‘‘ভারত এবং পাকিস্তান যে ভাবে সংঘর্ষবিরতিতে উদ্যোগী হয়েছে, তা সত্যিই উল্লেখযোগ্য।’’

Advertisement

শনিবার ট্রাম্প নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রথম ঘোষণা করেন, ভারত এবং পাকিস্তান দু’দেশই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তিনি জানান, রাতভর দু’দেশের সঙ্গে আলোচনা হয়। তার পর ভারত এবং পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর পরই তিনি দু’দেশের নেতৃত্বকে স্বাগত জানিয়ে মন্তব্য করেন, ‘‘বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন। এই বিষয়ে (যুদ্ধবিরতি) মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!’’

প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর গত ৭ মে পাক ভূখণ্ডে প্রত্যাঘাত করে ভারত। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই পাকিস্তান জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে জনবসতি লক্ষ্য করে গোলাগুলি ছোড়া শুরু করে। শুধু তা-ই নয়, জম্মু, পঞ্জাব, রাজস্থান এবং গুজরাতে মুহুর্মুহু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলাও করতে থাকে। যদিও প্রতিটি হামলা প্রতিহত করেছে ভারত। পাল্টা জবাবও দিয়েছে। পাকিস্তানের বায়ুসেনাঘাঁটিতে প্রত্যাঘাত করে ভারত। চার দিন ধরে দু’দেশের মধ্যে যে সামরিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল, তা শনিবার বিকেল থেকে প্রশমিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দেন, দু’দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার পর ভারত এবং পাকিস্তানের তরফে বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement