Honeypreet Insan

১১ হাজারে বিক্রি হল ‘রাম রহিম’ আর ‘হানিপ্রীত’!

তবে, বিক্রির জন্য অনেক সময় গাধাগুলিকে বাজারে চালু এবং জনপ্রিয় নামও দেওয়া হয়ে থাকে। যেমন, অনেক গাধার নাম দেওয়া হয়েছে, ‘জিও’, ‘বাহুবলী’, ‘জিএসটি’, ‘সুলতান’।

Advertisement

স‌ংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৭ ১৭:৫১
Share:

প্রতীকী ছবি।

রাম রহিম এবং হানিপ্রীত— জোড়ায় দাম উঠল ১১ হাজার টাকা! আর এই দামেই তাদের মেলায় বিক্রি করে দিলেন হরিওম প্রজাপত।

Advertisement

ঠিকই পড়েছেন। তবে, বাস্তবটা একটু অন্য রকম। বিষয়টা একটু স্পষ্ট করা যাক। এই রাম রহিম সিংহ এবং হানিপ্রীত আদতে এক জোড়া গাধার নাম। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বার্ষিক ‘গাধা মেলা’য় তাদের বিক্রি করা হয়েছে ১১ হাজার টাকায়।

আরও পড়ুন: জেরা সন্তোষজনক নয়, হানিপ্রীতের নার্কো পরীক্ষা করতে চায় পুলিশ

Advertisement

সাধারণ ভাবে, জাত, বংশ, শারীরিক কাঠামো— এ সবের মাপকাঠিতে গাধার দাম ঠিক হয় মেলায়। তবে, বিক্রির জন্য অনেক সময় গাধাগুলিকে বাজারে চালু এবং জনপ্রিয় নামও দেওয়া হয়ে থাকে। যেমন, অনেক গাধার নাম দেওয়া হয়েছে, ‘জিও’, ‘বাহুবলী’, ‘জিএসটি’, ‘সুলতান’।

সূত্রের খবর, গুজরাত থেকে গাধা দু’টি কিনেছিলেন বিক্রেতা হরিওম প্রজাপত। তিনি ২০ হাজার টাকা দাম চেয়েছিলেন। কিন্তু, সেই দামে গাধা দু’টি বিক্রি না হওয়ায় শেষ পর্যন্ত ১১ হাজারেই বেচে দেন হরিওম।

কিন্তু কেন তিনি গাধা দু’টিকে এমন নাম দেওয়া হল? হরিওমের জবাব, কৃতকর্মের ফল ওই দু’জনকে ভুগতে হবে, এই বার্তা দিতেই এই নামকরণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement