Tejashwi Yadav

আচমকা ধেয়ে আসা ড্রোনের তেজ দেখে ঘাবড়েই গিয়েছিলেন তেজস্বী! আঘাত থেকে রক্ষা করল পোডিয়াম

‘ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও’ স্লোগান তুলে জনসভায় ভাষণ দিতে শুরু করেছিলেন তেজস্বী যাদব। সেই সময় আচমকাই সভামঞ্চের দিকে উড়ে এল ড্রোন! শুধু তা-ই নয়, উড়ে একেবারে আরজেডি নেতার মুখের কাছেই চলে এসেছিল সেটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১৭:৩৭
Share:

সভায় ভাষণ দেওয়ার সময় আচমকাই ড্রোন উড়ে এল তেজস্বী যাদবের দিকে। ছবি: সংগৃহীত।

‘ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও’ স্লোগান তুলে জনসভায় ভাষণ দিতে শুরু করেছিলেন তেজস্বী যাদব। সেই সময় আচমকাই সভামঞ্চের দিকে উড়ে এল ড্রোন! শুধু তা-ই নয়, উড়ে একেবারে আরজেডি নেতার মুখের কাছেই চলে এসেছিল সেটি।

Advertisement

চলতি বছরের শেষের দিকে বিধানসভা ভোট হওয়ার কথা বিহারে। সেই কারণে লাগাতার প্রচারসভা চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলি। রবিবার পটনায় সভা ছিল আরজেডির। সেখানেই ‌ঘটনাটি ঘটে।

একটি ভিডিয়োও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, গান্ধী ময়দানে তেজস্বীর ভাষণের মাঝেই তাঁর দিকে একটি ড্রোন উড়ে আসে। আচমকা মুখের সামনে ড্রোন চলে আসায় স্বাভাবিক ভাবেই ঘাবড়ে গিয়েছিলেন লালুপুত্র। যদিও ড্রোনটি তাঁকে আঘাত করেনি। স্বাভাবিক প্রতিক্রিয়ায় খানিক সরে গিয়েছিলেন তেজস্বী। ড্রোনটিও পোডিয়ামে ধাক্কা মারে।

Advertisement

জনসভার ছবি-ভিডিয়ো করার জন্যই আজকাল এই ধরনের ড্রোন ক্যামেরা ব্যবহার করে থাকে বিভিন্ন রাজনৈতিক দল। এই ড্রোনটিও সেই কারণেই উড়ছিল গান্ধী ময়দানের আকাশে। ওই ঘটনার পর কিছু ক্ষণের জন্য থমকে গিয়েছিলেন তেজস্বী। তবে খানিক পরেই আবার ভাষণ শুরু করে দেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement