অমৃত ভারত এক্সপ্রেস। —ফাইল চিত্র।
অমৃত ভারত এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দিলেন এক মত্ত ব্যক্তি! রবিবার এমনই ঘটনা ঘটল ওড়িশার ভুবনেশ্বরে।
রবিবার সকালে রাঙাপানি-নাগারকয়েল অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন ভুবনেশ্বর স্টেশনে ঢোকার আগে দাঁড়িয়ে পড়ে। কারণ চালক বার বার হর্ন বাজালেও রেললাইন থেকে ওঠেননি ওই মত্ত ব্যক্তি। শেষমেশ চালক আপৎকালীন (ইমার্জেন্সি) ব্রেক কষতে বাধ্য হন।
পূর্ব উপকূলীয় রেলের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ওই ব্যক্তির নাম পি আপ্পান্না রাও। বছর পঁয়ত্রিশের ওই যুবককে আটক করা হয়েছে। ট্রেন আটকে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান আরপিএফের আধিকারিকেরা। রেললাইন থেকে তোলা হয় ওই যুবককে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বোঝা যায়, ওই যুবক মত্ত অবস্থায় রয়েছেন। রেলের তরফে জানানো হয়েছে, ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।