Amrit Bharat Express

ভুবনেশ্বরে অমৃত ভারত এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দিলেন মত্ত ব্যক্তি! চালক হর্ন বাজানোর পরেও বসে রইলেন রেললাইনে

রবিবার সকালে রাঙাপানি-নাগারকয়েল অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন ভুবনেশ্বর স্টেশনে ঢোকার আগে দাঁড়িয়ে পড়ে। কারণ চালক বার বার হর্ন বাজালেও রেললাইন থেকে ওঠেননি ওই মত্ত ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৬:১৮
Share:

অমৃত ভারত এক্সপ্রেস। —ফাইল চিত্র।

অমৃত ভারত এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দিলেন এক মত্ত ব্যক্তি! রবিবার এমনই ঘটনা ঘটল ওড়িশার ভুবনেশ্বরে।

Advertisement

রবিবার সকালে রাঙাপানি-নাগারকয়েল অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন ভুবনেশ্বর স্টেশনে ঢোকার আগে দাঁড়িয়ে পড়ে। কারণ চালক বার বার হর্ন বাজালেও রেললাইন থেকে ওঠেননি ওই মত্ত ব্যক্তি। শেষমেশ চালক আপৎকালীন (ইমার্জেন্সি) ব্রেক কষতে বাধ্য হন।

পূর্ব উপকূলীয় রেলের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ওই ব্যক্তির নাম পি আপ্পান্না রাও। বছর পঁয়ত্রিশের ওই যুবককে আটক করা হয়েছে। ট্রেন আটকে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান আরপিএফের আধিকারিকেরা। রেললাইন থেকে তোলা হয় ওই যুবককে।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বোঝা যায়, ওই যুবক মত্ত অবস্থায় রয়েছেন। রেলের তরফে জানানো হয়েছে, ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement