নথি নিয়ে প্রশ্নের মুখে অঙ্কিভ বাইসোয়া

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সদ্য নির্বাচিত সভাপতি অঙ্কিভ বাইসোয়া জাল নথি পেশ করে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বলে দাবি করল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। তাদের দাবি, বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র নেতা অঙ্কিভ তামিলনাড়ুর তিরুভাল্লুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের মার্কশিট দেখিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:১২
Share:

অঙ্কিভ বাইসোয়া। ছবি: টুইটার।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সদ্য নির্বাচিত সভাপতি অঙ্কিভ বাইসোয়া জাল নথি পেশ করে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বলে দাবি করল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। তাদের দাবি, বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র নেতা অঙ্কিভ তামিলনাড়ুর তিরুভাল্লুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের মার্কশিট দেখিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু তিরুভাল্লুর বিশ্ববিদ্যালয়ই চিঠির জবাবে জানিয়েছে, মার্কশিটে উল্লিখিত বছরে ওই নামে কোনও ছাত্র সেখানে ছিলেন না। জবাবে এবিভিপি জানিয়েছে, অঙ্কিভ যখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তখন তাঁর নথি পরীক্ষা করা হয়েছিল। এখনও তাঁর সব নথি পরীক্ষা করার অধিকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের আছে। এনএসইউআই যে চিঠির ভিত্তিতে প্রশ্ন তুলছে সেটিই জাল হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement