Earthquake in Andaman

আবার কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ! কম্পনের মাত্রা ৫.৪

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, কম্পনের মাত্রা ৫.৪। সাগরে ৯০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৪:০৪
Share:

— প্রতীকী চিত্র।

ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। রবিবার দুপুর ১২টা নাগাদ আন্দামান সাগরের কাছে কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, কম্পনের মাত্রা ৫.৪। সাগরে ৯০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি হয়েছে বলে কোনও খবর এখনও মেলেনি। সুনামির সতর্কতাও এখনও জারি করা হয়নি।

Advertisement

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স দাবি করেছে, রবিবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে ভূমিকম্প হয়েছে, তার কম্পনের মাত্রা ৬.০৭। ওই দ্বীপপুঞ্জে এখন পর্যটকদের ভিড় রয়েছে। ভূমিকম্পের খবরে অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গত সপ্তাহেও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প হয়েছিল। কম্পনের মাত্রা ছিল ৪.১। সমুদ্রে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র।


Advertisement

আন্দামান দ্বীপপুঞ্জ এবং আশপাশের দ্বীপপুঞ্জগুলি অত্যন্ত সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যার ফলে এই অঞ্চলটিতে ঘন ঘন ভূমিকম্প এবং সুনামির ঝুঁকি রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement