রবার্টকে ইডি-র নোটিস, প্রিয়ঙ্কার নিশানায় কেন্দ্র

উত্তরপ্রদেশে আসন্ন ভোটে তাঁর প্রচারের ঝাঁঝ কেমন হবে, তার একটি নমুনা দেখালেন প্রিয়ঙ্কা বঢরা। গত কালই সরকারি সূত্র থেকে জানা গিয়েছিল, রাজস্থানে জমি কেনা নিয়ে আর্থিক নয়ছয় মামলায় তাঁর স্বামী রবার্ট বঢরাকে নোটিস দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জুন ২০১৬ ০৮:৫১
Share:

উত্তরপ্রদেশে আসন্ন ভোটে তাঁর প্রচারের ঝাঁঝ কেমন হবে, তার একটি নমুনা দেখালেন প্রিয়ঙ্কা বঢরা।

Advertisement

গত কালই সরকারি সূত্র থেকে জানা গিয়েছিল, রাজস্থানে জমি কেনা নিয়ে আর্থিক নয়ছয় মামলায় তাঁর স্বামী রবার্ট বঢরাকে নোটিস দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। আজ বিকালে প্রিয়ঙ্কাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে বলেন, ‘‘সেই নোটিস আজ বিকাল চারটায় আমাদের হাতে এসেছে। কিন্তু তার অনেক আগেই আপনারা পেয়ে গিয়েছেন!’’

অর্থাৎ প্রিয়ঙ্কার দাবি, তাঁর স্বামী ও পরিবারকে বিপাকে ফেলার জন্যই নোটিস পাঠানোর বিষয়টি আগেভাগে সংবাদমাধ্যমে প্রকাশ করে দিয়েছে মোদী সরকার। কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়েছেন, প্রিয়ঙ্কাকে দিয়ে গোটা উত্তরপ্রদেশে প্রচার করানো হবে। অতীতে তিনি শুধুমাত্র সনিয়া ও রাহুলের নির্বাচনী কেন্দ্র অমেঠী ও রায়বরেলীতে প্রচার করতেন। রাহুল ছুটি থেকে ফিরলে জুলাই থেকেই এই প্রচার শুরু হবে। তার আগে সরকারকে বেঁধার একটি ঝলক আজ দেখিয়ে দিলেন প্রিয়ঙ্কা।

Advertisement

রাজস্থানের বিকানেরে সীমান্ত এলাকায় ২৭৫ বিঘা জমি কেনা নিয়ে রবার্ট বঢরার সংস্থার বিরুদ্ধে অন্যায় সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সম্প্রতি সেখানে হানা দিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে। যার ভিত্তিতে গত কাল রবার্টকে নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে জামাই রবার্টের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর সনিয়া গাঁধী প্রকাশ্যে তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন। সেই সময়ও কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছিলেন সনিয়া। আজ প্রিয়ঙ্কাও তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খুললেন। কংগ্রেস নেতারা বুঝছেন, রবার্টকে নিশানা করে আসলে গাঁধী পরিবারকেই আঘাত করতে চাইছে মোদী সরকার। সে কারণে অতীতে রবার্ট বঢরার বিরুদ্ধে অভিযোগ উঠলে কংগ্রেস নেতারা তাঁকে ‘প্রাইভেট সিটিজেন’ বলে দূরত্ব বজায় রাখলেও এখন খোদ সনিয়া-প্রিয়ঙ্কারা তাঁর সমর্থনে মুখ খুলছেন।

সদ্য গত কালই রাজধানীর ট্যাঙ্কার-কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে এফআইআর নিয়ে সরাসরি নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি মন্তব্য করেছিলেন, ‘‘আমি সনিয়া বা রাহুল গাঁধী নই যে প্রধানমন্ত্রী ভয় দেখাতে পারবেন। কিংবা আমি রবার্ট বঢরাও নই, যে গোপনে সমঝোতা করে নেওয়া যাবে।’’ কেজরীবাল বোঝাতে চেয়েছিলেন, রবার্টের বিরুদ্ধে দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ থাকলেও গত দু’বছরে মোদী সরকার সনিয়ার জামাইয়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করেনি। কেজরীবালের এই মন্তব্যের পর কালই রবার্টকে নোটিস ধরিয়েছে মোদী সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন