GI Tag

উত্তর-পূর্বের ৮ সামগ্রীকে জিআই ট্যাগ

বিহু ঢোল ছাড়াও জিআই ট্যাগ পেয়েছে বাঁশ বা পাতার তৈরি টুপি ঝাঁপি, সর্থেবাড়ির কাঁসার বাসন, পানিমটকা নামে পরিচিত জলপাত্র, মিসিং জনজাতির তাঁতশিল্প ও আশারিকান্দি এলাকার টেরাকোটার কাজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ০৭:৩২
Share:

ছবি: সংগৃহীত।

ভারত সরকারের জিআই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) ট্যাগ পেল উত্তর-পূর্বের আটটি ঐতিহ্যবাহী সামগ্রী। তার মধ্যে রয়েছে অসমের বিহু ঢোল ও ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরের পেঁড়া।

Advertisement

বিহু ঢোল ছাড়াও জিআই ট্যাগ পেয়েছে বাঁশ বা পাতার তৈরি টুপি ঝাঁপি, সর্থেবাড়ির কাঁসার বাসন, পানিমটকা নামে পরিচিত জলপাত্র, মিসিং জনজাতির তাঁতশিল্প ও আশারিকান্দি এলাকার টেরাকোটার কাজ।

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এক্স হ্যান্ডলে এ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘অসমের সংস্কৃতির এ এক বিশাল জয়। অন্তত এক লক্ষ মানুষ এই সামগ্রীগুলির সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত।’’ জিআই ট্যাগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে এদের বিশেষ কদর মিলবে। চলতি মাসেই মাজুলির মুখোশ এবং পুঁথিশৈলীকে স্বীকৃতি জানিয়েছিল ‘জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি’।

Advertisement

অন্য দিকে ত্রিপুরার দুটি সামগ্রী জিআই ট্যাগ পেয়েছে। তার মধ্যে রয়েছে ত্রিপুরেশ্বরী মন্দিরের পেঁড়া ও জনজাতিদের পোশাক ‘রিগনাই’ ও ‘পাছরা’। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও সন্তোষ প্রকাশ করে রাজ্যের একাধিক মহিলা সমবায় সমিতিকে অভিনন্দন জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন