মণিপুরে হত ৮

গত ২৪ ঘণ্টায় দু’টি পৃথক ঘটনায় মণিপুরে একটি গির্জার সচিব-সহ ৮ জন নাশকতার বলি হয়েছেন। প্রথম ঘটনাটি ঘটে তামেংলং জেলায়। শুক্রবার রাতে এনএসসিএন (আইএম) বাহিনীর সঙ্গে খাপলাং বাহিনী সংঘর্ষ হয়। লুংসাইমাই গ্রামে দু’পক্ষে গুলির লড়াই চলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০৩:৫২
Share:

গত ২৪ ঘণ্টায় দু’টি পৃথক ঘটনায় মণিপুরে একটি গির্জার সচিব-সহ ৮ জন নাশকতার বলি হয়েছেন। প্রথম ঘটনাটি ঘটে তামেংলং জেলায়। শুক্রবার রাতে এনএসসিএন (আইএম) বাহিনীর সঙ্গে খাপলাং বাহিনী সংঘর্ষ হয়। লুংসাইমাই গ্রামে দু’পক্ষে গুলির লড়াই চলে। তাতে খাপলাং বাহিনীর ৫ জঙ্গি নিহত হয়। গতকাল সেনাপতি জেলার বুংবাল গ্রামে যৌথ বাহিনীর সঙ্গে কেএনএফ (এন) বাহিনীর সংঘর্ষ হয়। প্রাণ হারান স্থানীয় বুংবাল গির্জার সচিব পাওলেন খোংসাই। পুলিশের দাবি, নিহত অন্য দুই যুবক জঙ্গি। স্থানীয়দের দাবি, তাঁরা গির্জার নির্মাণকাজে জড়িত ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement