Language

১০৬টি ভাষা লিখতে পড়তে পারা এই ছেলেটির বয়স কত জানেন?

ভাষাশিক্ষার ক্ষেত্রে নিয়ালের এই মেধা তাক লাগিয়ে দিয়েছে সারা বিশ্বকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মে ২০১৯ ১৬:০৫
Share:

চেন্নাইয়ের নিয়াল থোগুলুভা। ছবি সংগৃহীত।

চেন্নাইয়ের নিয়াল থোগুলুভা। বয়স তাঁর আট। কিন্তু এই বসয়েই ১০৬টি ভাষা লিখতে পড়তে শিখে গিয়েছে সে। ইন্টারনেটের জ্ঞানভান্ডার ও ইউটিউবকে কাজে লাগিয়ে সে এই অসাধ্য সাধন করেছে। ভাষাশিক্ষার ক্ষেত্রে নিয়ালের এই মেধা তাক লাগিয়ে দিয়েছে সারা বিশ্বকে।

Advertisement

ভারতে প্রচলিত প্রধান ভাষাগুলি শেখার পাশাপাশি ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট (আইপিএ) শিখেছে সে। কোনও কথ্য ভাষাকে শব্দের উচ্চারণে নির্ণয়ের জন্য আইপিএ আন্তর্জাতিক স্বীকৃত মাধ্যম। শুধু তাই নয় নিজে শিখে বিভিন্ন ভাষার উচ্চারণ প্রণালী নিজের বাবা-মাকেও শিখিয়েছে সে।

এতগুলি ভাষা শেখা নিয়ে এক সংবাদমাধ্যমকে নিয়াল বলেছে, ‘‘আমি এখন ১০৬টির বেশি ভাষা পড়তে ও লিখতে পারি। এবং ১০টি ভাষায় স্বচ্ছন্দ্যে কথা বলতে পারি। তবে ভাষার প্রতি আমার আগ্রহ কী ভাবে জন্মালো তা আমি জানি না। বর্তমানে আমি আরও পাঁচটি ভাষা শেখার চেষ্টা চালাচ্ছি।’’

Advertisement

এই বয়সে ভাষার উপর ছেলের এই দখলে স্বাভাবিকভাবেই খুশি নিয়ালের বাবা শংকর নারায়ন। তিনি এক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘গত বছরের শুরুর দিকে নিয়ালের ভাষার প্রতি আগ্রহ জন্মায়। তার পর থেকেই সে নিরলসভাবে একের পর এক ভাষা শিখে চলেছে।’’

আরও পড়ুন: মোবাইল কেনার জন্য মন্দিরের টাকা চুরি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement