National News

দুর্নীতিগ্রস্ত বলায় মোদী, অমিতকে মানহানির নোটিস সিদ্দারামাইয়ার

আগামী শনিবার কর্নাটকে বিধানসভা ভোট। তার এক সপ্তাহ আগে তাঁর রাজ্যে ভোটপ্রচারে তাঁর বিরুদ্ধে যে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী, বিজেপি সভাপতি ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে ‘ভিত্তিহীন, ভুয়ো ও অসত্য’ বলে দাবি করেছেন সিদ্দারামাইয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ১৮:৩৩
Share:

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। -ফাইল চিত্র।

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে তাঁকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মানহানির নোটিস পাঠালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। প্রকাশ্যে ক্ষমাও চাইতে বললেন প্রধানমন্ত্রীকে।

Advertisement

একই সঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহ ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস ইয়েদুরাপ্পাকেও মানহানির নোটিস পাঠিয়েছেন সিদ্দারামাইয়া। তাঁদেরও ক্ষমা চাইতে বলেছেন প্রকাশ্যে। খবর, তাঁর মানহানির জন্য ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী।

আগামী শনিবার কর্নাটকে বিধানসভা ভোট। তার এক সপ্তাহ আগে তাঁর রাজ্যে ভোটপ্রচারে তাঁর বিরুদ্ধে যে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী, বিজেপি সভাপতি ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে ‘ভিত্তিহীন, ভুয়ো ও অসত্য’ বলে দাবি করেছেন সিদ্দারামাইয়া।

Advertisement

ভোটপ্রচারে গিয়ে প্রধানমন্ত্রী মোদী কর্নাটকের সিদ্দারামাইয়া সরকারের ‘কমিশন প্রথা’কে কটাক্ষ করে বলেন, ‘এখানে সিদ্দা-রুপেয়া সরকার’ চলছে’, চলছে ‘১০ পার্সেন্ট সরকার’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement