জলে ভাসল হাতি

জলসীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে এক জনকে পিষে মেরেছে সে। দু’দেশের প্রশাসনকে তটস্থ করে রেখেছে একটি বানভাসি হাতি। অসমের বনকর্তাদের বক্তব্য, সম্ভবত কাজিরাঙা বা তেজপুরে নদীর জলে কোনও ভাবে পড়ে গিয়েছিল দলছুট হাতিটি।

Advertisement
শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ০৩:০৮
Share:

জলসীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে এক জনকে পিষে মেরেছে সে। দু’দেশের প্রশাসনকে তটস্থ করে রেখেছে একটি বানভাসি হাতি। অসমের বনকর্তাদের বক্তব্য, সম্ভবত কাজিরাঙা বা তেজপুরে নদীর জলে কোনও ভাবে পড়ে গিয়েছিল দলছুট হাতিটি। প্রথমে গুয়াহাটির কাছে চন্দ্রপুরে তাকে দেখা যায়। পরে সংবাদমাধ্যমে হাতিটির কথা জানতে পেরে বন দফতর সতর্ক হয়। এর পর গোয়ালপাড়া হয়ে ধুবুরিতে ভেসে যায় হাতিটি। কিন্তু সেখানে বন দফতরের কাছে ঘুমপাড়ানি ওষুধ, বিএসএফের হাতে হাতি ধরার পরিকাঠামো না থাকায় বাংলাদেশে ঢুকে পড়ে সেটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন