Tesla in India

ভারতে আসছে টেসলা? নিয়োগসূচি ঘিরে জল্পনা, মোদী-বৈঠকের পরেই কি সিদ্ধান্ত ইলন মাস্কের?

সোমবার সকাল থেকে সংস্থার ১৩টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়াও শুরু হয়ে গিয়েছে। টেকনিশিয়ান, গ্রাহক পরিষেবা ম্যানেজার, ডেলিভারি ,স্পেশ্যালিস্ট-সহ নানা পদে নিয়োগ শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২
Share:

টেসলা কর্তা ইলন মাস্ক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

ভারতে নিয়োগ শুরু করল ইলন মাস্কের সংস্থা টেসলা। সোমবার থেকেই কর্মসংস্থান সংক্রান্ত অ্যাপ ‘লিঙ্কড্‌ ইন’-এ টেসলার বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। উল্লেখ্য, চলতি মাসে আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইলনের বৈঠকের সপ্তাহখানেকের মাথায় এই পদক্ষেপ করেছে টেসলা। এর পরেই শুরু হয়েছে জল্পনা, তবে কি সত্যিই এ বার টেসলা আসতে চলেছে ভারতে?

Advertisement

সোমবার সকাল থেকে সংস্থার ১৩টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়াও শুরু হয়ে গিয়েছে। টেকনিশিয়ান, গ্রাহক পরিষেবা ম্যানেজার, ডেলিভারি ,স্পেশ্যালিস্ট-সহ নানা পদে নিয়োগ শুরু হয়েছে। আপাতত অগ্রাধিকার দেওয়া হচ্ছে মুম্বই এবং দিল্লির বাসিন্দাদের। অনেকেই বলছেন, যাবতীয় হিসাব কষে ভারতীয় বাজারে প্রবেশের প্রস্তুতি নিয়ে ফেলেছে আমেরিকার এই বৈদ্যুতিক গাড়িনির্মাতা সংস্থা। সে জন্যই আচমকা এই সিদ্ধান্ত।

ভারতে টেসলার আসা নিয়ে জট অনেক পুরনো। ইলন দীর্ঘ দিন ধরেই ভারতে কারখানা তৈরিতে আগ্রহী হলেও বাদ সাধছিল শুল্ক। ভারতে ৪০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪.৭৮ লক্ষ টাকা) বা তার বেশি দামি গাড়ি আমদানি করতে গেলে তার উপর ৭০ থেকে ১০০ শতাংশ শুল্ক বসে। আর ভারতীয় মুদ্রায় টেসলার গাড়ির দাম মোটামুটি ৫০ লক্ষ থেকে শুরু। তাই আমদানি শুল্কে ছাড় পেলে তবেই ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়বে বলে ইঙ্গিত দিয়েছিল টেসলা। ফলে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা এগোলেও ভারতে টেসলার কারখানা তৈরির পরিকল্পনা বার বারই ভেস্তে যায়। তবে অনেক ভাবনাচিন্তার পর শেষমেশ গত বছর কেন্দ্রের তরফে বৈদ্যুতিক গাড়ি নিয়ে সুর নরম করা হয়।

Advertisement

অনেকেই মনে করছেন, সম্প্রতি ইলন-মোদী বৈঠকের পর থেকেই ভারতে টেসলা-জট কাটতে শুরু করেছে। গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটনে গিয়েছিলেন মোদী। সেখানে ইলনের সঙ্গেও সংক্ষিপ্ত বৈঠক হয়েছিল তাঁর। উল্লেখ্য, গত বছরের জুনেও আমেরিকা সফরে গিয়ে ইলনের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। আমেরিকা সফরের ব্যস্ততার মাঝেই সময় বার করে টেসলা-কর্তার সঙ্গে দেখা করেন তিনি। নিউ ইয়র্কে হওয়া সেই বৈঠক নিয়ে কেন্দ্রের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু না জানানো হলেও, মাস্ক জানিয়েছিলেন ভারতে টেসলার ভবিষ্যৎ নিয়ে তিনি উৎসাহিত। বিশ্বের যে কোনও বড় দেশের তুলনায় ভারতের বাজারে বেশি সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। তার দেড় বছরের মধ্যেই এ বার বাজার গড়তে মাঠে নামল টেসলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement