Agniveer Quota

বিএসএফের কনস্টেবল নিয়োগে বৃদ্ধি পেল অগ্নিবীরদের কোটা! ১০ শতাংশ থেকে হল ৫০ শতাংশ, সিদ্ধান্ত কেন্দ্রের

২০২২ সালের জুন মাসে কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় সা়ড়ে ১৭ থেকে ২১ বছর বয়সিরা চার বছরের মেয়াদে অগ্নিবীর হিসাবে বাহিনীতে নিযুক্ত হওয়ার সুযোগ পান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ২০:৫৯
Share:

সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর প্রহরা। — ফাইল চিত্র।

সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের কোটা বৃদ্ধি করল কেন্দ্র। এত দিন পর্যন্ত বিএসএফ কনস্টেবল নিয়োগে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ কোটা নির্ধারিত ছিল। এ বার তা বৃদ্ধি করে ৫০ শতাংশ করা হয়েছে। গেজ়েট বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement

বিএসএফ-এর জেনারেল ডিউটি ক্যাডার (নন-গেজ়েটেড) নিয়োগের বিধি সংশোধন করে এই কোটা বৃদ্ধি করা হয়েছে। নয়া বিধি অনুসারে প্রাক্তন অগ্নিবীরদের প্রথম ব্যাচকে নিয়োগের বয়স সীমায় পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে। অন্য ব্যাচগুলিকে বয়স সীমায় তিন বছর পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পাশাপাশি প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক পরীক্ষাতেও ছাড়া দেওয়া হবে।

২০২২ সালের জুন মাসে কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সিরা চার বছরের মেয়াদে অগ্নিবীর হিসাবে বাহিনীতে নিযুক্ত হওয়ার সুযোগ পান। স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনা— তিন বাহিনীতেই এদের নিয়োগ করা হয়। নিযুক্ত অগ্নিবীরদের মধ্যে ২৫ শতাংশকে আরও ১৫ বছরের জন্য বাহিনীতে বহাল রাখা হয়। বাকি ৭৫ শতাংশকে বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়।

Advertisement

প্রাক্তন অগ্নিবীরদের জন্য আগে থেকেই বিভিন্ন আধাসেনা বাহিনীতে সংরক্ষণের ব্যবস্থা রেখেছে কেন্দ্র। বর্তমানে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি-সহ বিভিন্ন আধাসেনা বাহিনীতে চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রেখেছে কেন্দ্র। এ বার বিএসএফের কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সেই সংরক্ষণের কোটা ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫০ শতাংশ করা হল। বর্তমানে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় টহলদারির দায়িত্বে রয়েছে বিএসএফ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement