আর্থিক দুর্নীতি, ধৃত প্রাক্তন উপাচার্য

দুর্নীতির অভিযোগে মগধ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণ কুমারকে গ্রেফতার করল বিহার পুলিশ। গ্রেফতার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বখতিয়ারপুরের রামলখন সিংহ কলেজের অধ্যক্ষ প্রবীণ কুমারকেও। অভিযোগ, ২০১৩ সালের মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের ১২টি কলেজে অধ্যক্ষ নিয়োগের সার্কুলার জারি করেন অরুণ কুমার।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০২:৫৫
Share:

দুর্নীতির অভিযোগে মগধ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণ কুমারকে গ্রেফতার করল বিহার পুলিশ। গ্রেফতার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বখতিয়ারপুরের রামলখন সিংহ কলেজের অধ্যক্ষ প্রবীণ কুমারকেও। অভিযোগ, ২০১৩ সালের মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের ১২টি কলেজে অধ্যক্ষ নিয়োগের সার্কুলার জারি করেন অরুণ কুমার। সার্কুলার জারির ৬০ দিনের মধ্যে ওই অধ্যক্ষদের কাজে যোগ দিতে বলা হয়। অথচ দেখা যায়, তাঁদের যোগ দেওয়ানো হচ্ছে ২০১৩ সালের জানুয়ারি মাস থেকে। এরপরেই কয়েক জন শিক্ষক বিষয়টি উচ্চ শিক্ষা দফতরে লিখিত ভাবে জানান। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার বি বি লালের নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়। তিন মাস পরে রাজ্যপালের কাছে তদন্ত রিপোর্ট জমা পড়়ে। রিপোর্টে অবৈধ ভাবে নিয়োগ হওয়া ১২ জন অধ্যক্ষ-সহ বেশ কয়েক জন প্রভাবশালীকে দোষী সাব্যস্ত করা হয়। আর্থিক নয়ছয়ের সন্ধানও পায় কমিটি। প্রাথমিক তদন্তের পরে পটনা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। আদালত ফের তদন্তের নির্দেশ দেয়। তদন্তের পরেই পুলিশ আজ অভিযুক্তদের দু’জনকে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement