বর্ধমান-হাটিয়া প্যাসেঞ্জারে মিলল বিস্ফোরক

বর্ধমান-হাটিয়া প্যাসেঞ্জার ট্রেন থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হল। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইন্তেজার আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকেলে রাঁচি জেলার কিতা স্টেশনে ওই বিস্ফোরকের হদিস মেলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রাঁচি শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৫ ০২:৪১
Share:

বর্ধমান-হাটিয়া প্যাসেঞ্জার ট্রেন থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হল। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইন্তেজার আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকেলে রাঁচি জেলার কিতা স্টেশনে ওই বিস্ফোরকের হদিস মেলে।

Advertisement

পুলিশ জানিয়েছে, বর্ধমান স্টেশন থেকে বিস্ফোরক নিয়ে ওই ট্রেনে উঠেছিল ইন্তেজার। বিকেলে কিতা স্টেশনে ট্রেনটি থামতেই তল্লাশি শুরু হয়। একটি অসংরক্ষিত কামরা থেকে ইন্তেজারকে বিস্ফোরক-সহ পাকড়াও করে পুলিশ। তার কাছে মিলেছে ২৪টি জিলাটিন স্টিক, ৬টি ডিটোনেটর, ৫০০ গ্রাম আরডিএক্স, ৬টি বোমা, ৪ কিলোগ্রাম ইউরিয়া, ১ কিলোগ্রাম বারুদ, ২৫ মিটার তার ও ২৫০ গ্রাম গন্ধক। ওই বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা দেখা হচ্ছে। ঝাড়খণ্ড পুলিশের এডিজি সত্যনারায়ণ প্রধান বলেন, ‘‘ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’ পুলিশ সূত্রে খবর, ওই বিস্ফোরক বাংলাদেশ থেকে বর্ধমানে নিয়ে আসা হয়েছিল। ধৃত ইন্তেজার রাঁচির হিন্দপিড়ির মুজাহিদনগরের বাসিন্দা। তার দাবি, সে এক চিকিৎসকের অধীনে কাজ করে। কিন্তু এতটা বিস্ফোরক কেন রাঁচি নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে এখনও কিছু জানায়নি ইন্তেজার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন