National News

‘ইরাকের মিথ্যা ঢাকতেই সরকার দৃষ্টি ঘোরাচ্ছে’

এ দিন রাহুলের টুইটের কয়েক ঘণ্টার মধ্যেই সংসদে বিদেশমন্ত্রীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনার সিদ্ধান্ত নেয় কংগ্রেস।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ১৫:৩৭
Share:

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।- ফাইল চিত্র।

ইরাক কাণ্ডে মিথ্যা আশ্বাস দেওয়ার দায় থেকে নিজেকে বাঁচাতে কেন্দ্রীয় সরকার এখন ফেসবুকে তথ্য ফাঁস কাণ্ডে কংগ্রেসকে জড়িয়েছে। যাতে ইরাক নিয়ে দেশজোড়া সমালোচনার অভিমুখ অন্য দিকে ঘুরিয়ে দেওয়া যায়।

Advertisement

বৃহস্পতিবার তাঁর টুইটে সরাসরি এই অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

রাহুল লিখেছেন, ‘‘ইরাকে ৩৯ জন পণবন্দি ভারতীয়ের মৃত্যুর খবর দীর্ঘ দিন গোপন রেখে মিথ্যা আশ্বাস দিয়ে গিয়েছে সরকার। তাতে যে সমস্যায় পড়েছে সরকার, তা দূর করতে ফেসবুক তথ্য ফাঁস কাণ্ডে কংগ্রেসকে জড়ানো হয়েছে। তার ফলে, ৩৯ জন ভারতীয়ের মৃত্যুর খবরটাই হারিয়ে গিয়েছে। সংবাদমাধ্যমের মনোযোগ কেড়ে নিয়েছে ফেসবুক তথ্য ফাঁস কাণ্ড।’’

Advertisement

আরও পড়ুন- নির্বাচনে ফেসবুকের তথ্য কাজে লাগিয়েছে কংগ্রেস-বিজেপিও!​

আরও পড়ুন- তথ্য ফাঁস: ভুল স্বীকার করলেন জুকেরবার্গ​

গতকাল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ফেসবুক তথ্য ফাঁস কাণ্ডে কংগ্রেসের জড়িত থাকার অভিযোগ করেন।

এ দিন রাহুলের টুইটের কয়েক ঘণ্টার মধ্যেই সংসদে বিদেশমন্ত্রীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনার সিদ্ধান্ত নেয় কংগ্রেস।

কেন ইরাকে ৩৯ জন ভারতীয়ের মৃত্যুর খবর ঘোষণা করতে সরকার এত দেরি করল, তার পক্ষে সওয়াল করতে গিয়ে মঙ্গলবার রাজ্যসভায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছিলেন, ‘‘মৃতদের ডিএনএ পরীক্ষা করে সুনিশ্চিত না হয়ে আমি এত জনের মৃত্যুর খবর ঘোষণা করতে চাইনি।’’

তারই প্রেক্ষিতে ইরাকে আইএস জঙ্গিদের হাতে নিহত ভারতীয়দের অন্যতম মনজিন্দর সিংহের বোন গুরপিন্দর কৌর সরকারের কাছে ডিএনএ রিপোর্ট দাবি করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন