Farmers Protest

‘বল এখন আপনাদের কোর্টে’, ফের আলোচনা ভেস্তে যেতেই কৃষকদের উপর চাপ বাড়াল কেন্দ্র

কৃষকদের ‘মঙ্গলের জন্য’ কেন্দ্রের এই প্রস্তাব না মানায় দুঃখ গোপন করেননি কৃষিমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ০৮:৫৯
Share:

কৃষকদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে কৃষিমন্ত্রী তোমর। ছবি—পিটিআই।

কৃষি আইন প্রত্যাহার নিয়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় একাদশ দফার বৈঠকে বসেছিল কেন্দ্র। কিন্তু এই বিতর্কিত আইন আগামী দেড় বছরের জন্য স্থগিত রাখার কেন্দ্রের প্রস্তাবে রাজি নন কৃষক সংগঠনের নেতারা। এই আলোচনা ভেস্তে যেতেই এ বার কিছুটা কড়া অবস্থান নিল কেন্দ্র। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর কৃষকদের উদ্দেশে বলেছেন, “বল এখন আপনাদের কোর্টে।’’
কৃষকদের ‘মঙ্গলের জন্য’ কেন্দ্রের এই প্রস্তাব না মানায় দুঃখ গোপন করেননি কৃষিমন্ত্রী। তাঁর অভিযোগ, সংগঠনের নেতারা কৃষকদের ভালর জন্য আন্তরিকতা দেখাচ্ছেন না। সংবাদ সংস্থা এএনআই-কে তোমর বলেছেন, ‘‘আলোচনা এখনও অমীমাংসিত। কারণ কৃষকদের ভালর জন্য ইউনিয়ন আন্তরিক নয়। এর জন্য আমি খুবই দুঃখিত। দেশ এবং কৃষকদের স্বার্থে আমাদের প্রস্তাব পুনর্বিবেচনার জন্য বলেছিলাম।’’

Advertisement

কেন্দ্র তাদের পক্ষে ‘সর্বোচ্চ প্রস্তাব’ দিয়েছিল বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী। কিন্তু কৃষক নেতারা তা না মানায় আন্দোলনকারীদের কোর্টেই বল ঠেলেছেন তোমর। বলেছেন, ‘‘আমরা আরও এক দফার বৈঠকে যেতে পারি যদি কৃষক সংগঠনগুলি আইন প্রত্যাহার করা ছাড়া নতুন প্রস্তাব দেয়।’’

শুক্রবারের বৈঠক ১৫-২০ মিনিটেই শেষ হয়েছে বলে জানিয়েছেন সর্বভারতীয় কৃষকসভার নেতা হান্নান মোল্লা। তিনি বলেছেন, ‘‘বৈঠকে কোনও সিদ্ধান্তও নেওয়া যায়নি। সরকার জানিয়েছে, আমরা সবচেয়ে বেশি যা করতে পারি করেছি। আপনারা সামনের দিতে এগোতে চাইলে জানান। আমরা আরও একটি বৈঠকের ব্যবস্থা করব।’’ হান্নানের মতো অপর এক কৃষক নেতাও বুঝিয়ে দিয়েছেন আইন প্রত্যাহারের দাবি থেকে তাঁরা সরবেন না।

Advertisement

প্রসঙ্গত দিল্লি সীমানায় গত দু’মাস ধরে আন্দোলন করছেন কৃযকরা। আগামী ২৬ জানুয়ারি ট্রাক্টর র‌্যালি করবেন তাঁরা। সরকার এক দিকে যেমন চাপ বাড়িয়ে আন্দোলন তুলতে চাইছে, তেমনই নিজেদের অবস্থানে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। এ সবের মধ্যেই শুক্রবার রাতে এক মুখোশধারী ব্যক্তিকে দিল্লির সিংঘু সীমানা থেকে হাতেনাতে পাকড়াও করেন কৃষকরা। তাঁদের দাবি, ওই ব্যক্তি জেরায় তাঁদের কাছে স্বীকার করেছেন ২৬ জানুয়ারি দিল্লিতে কৃষকদের র‌্যালি বানচাল করতে দু’টি দলকে কাজে লাগানো হয়েছে। পাশাপাশি, ৪ কৃষক নেতাকে গুলি করার সুপারি-ও নাকি দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে আরও উত্তপ্ত হয়েছে পরিস্থিতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন