Farmer Leader Shot Dead

গাড়ি পার্ক করা নিয়ে গন্ডগোল, কৃষক নেতা, তাঁর পুত্র ও ভাইকে গুলি করে খুন উত্তরপ্রদেশে

মৃতেরা হলেন পাপ্পু সিংহ, তাঁর পুত্র অভয় সিংহ এবং পাপ্পুর ছোট ভাই পিঙ্কু সিংহ। পুলিশ সূত্রে খবর, ভারতীয় কিসান ইউনিয়ন (বিকেইউ)-এর নেতা ছিলেন পাপ্পু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৮:১১
Share:

কৃষক নেতাকে গুলি করে খুন। —প্রতীকী ছবি।

গাড়ি পার্ক করা নিয়ে ঝামেলার জেরে উত্তরপ্রদেশের কৃষক নেতা পাপ্পু সিংহ, তাঁর পুত্র এবং ভাইকে গুলি করে খুন করার অভিযোগ উঠল। সোমবার ঘটনাটি ঘটেছে বারাণসীর অখরী গ্রামে।

Advertisement

মৃতেরা হলেন পাপ্পু সিংহ, তাঁর পুত্র অভয় সিংহ এবং পাপ্পুর ছোট ভাই পিঙ্কু সিংহ। পুলিশ সূত্রে খবর, ভারতীয় কিসান ইউনিয়ন (বিকেইউ)-এর নেতা ছিলেন পাপ্পু। ঝামেলার সূত্রপাত রাস্তার মাঝে ট্র্যাক্টর দাঁড় করানোকে কেন্দ্র করে। জানা গিয়েছে, রাস্তা আটকে দাঁড় করানো ছিল পাপ্পুর ট্র্যাক্টর। প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুরেশ কুমার ওরফে মুন্নু ট্র্যাক্টরটি সরিয়ে নিতে বলেন পাপ্পুকে। কারণ, রাস্তা আটকে যাওয়ায় যাতায়াত করা যাচ্ছিল না বলে অভিযোগ তুলেছিলেন মুন্নু।

পুলিশ সূত্রে খবর, রাস্তার মাঝে ট্র্যাক্টর দাঁড় করানো কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুন্নু। সেখান থেকে তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সুরেশের পুত্র ঘটনাস্থলে আসেন। সঙ্গে কয়েক জনকে নিয়েও আসেন। ফলে পরিস্থিতি আরও বিগড়ে যায়। অভিযোগ, কথা কাটাকাটির মধ্যে আচমকাই সুরেশের পুত্র এবং তাঁর সঙ্গীরা বন্দুক নিয়ে এসে পাপ্পু, তাঁর পুত্র এবং ভাইকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছোয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সুরেশের সঙ্গে দীর্ঘ দিনের গন্ডগোল ছিল। সোমবার গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে সেই গন্ডগোল চরম আকার নেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement