Farmers Protest

কৃষি আইন নিয়ে চিঠি প্রাক্তন আমলাদের

প্রাক্তন আমলারা এক খোলা চিঠিতে অভিযোগ করেছেন, কেন্দ্র সরকার তিনটি কৃষি আইন পাশ করাতে গিয়ে সাংবিধানিক রীতিনীতি লঙ্ঘন করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ০৩:৪১
Share:

ছবি: পিটিআই।

নরেন্দ্র মোদী সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে এ বারে সরব হলেন দেশের ৭৮ জন প্রাক্তন আমলা। কেন্দ্র এবং রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরে দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলানো এই প্রাক্তন আমলারা এক খোলা চিঠিতে অভিযোগ করেছেন, কেন্দ্র সরকার তিনটি কৃষি আইন পাশ করাতে গিয়ে সাংবিধানিক রীতিনীতি লঙ্ঘন করেছে। পাশাপাশি আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির সুরেই তাঁদের অভিযোগ, রাজ্যের এক্তিয়ারে থাকা কৃষি আইনে ব্যাপক রদবদল করে কেন্দ্র যে ভাবে এই তিনটি আইন পাশ করিয়েছে, তাতে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সরাসরি আঘাত করা হয়েছে।

Advertisement

তিনটি কৃষি আইন পাশের পরেই তা নিয়ে সরব হয়েছিল একাধিক কৃষক সংগঠন এবং বিরোধী দল। তখনই সরকারের পক্ষ নিয়ে দ্রুত প্রচারে নেমে মোদী সরকারকে সমর্থন করে জনা তিরিশ প্রাক্তন আমলা তিন কৃষি আইনকে সমর্থন জানান। কিন্তু তাতে বিক্ষোভ চাপা যায়নি। কৃষক সংগঠনগুলি বারবার এই তিনটি আইন রদ করার দাবি জানালেও তাতে কান দেয়নি মোদী সরকার। তখনই কৃষক সংগঠনগুলির সঙ্গে গলা মিলিয়ে বিরোধীরা অভিযোগ করেন, সংসদে সংখ্যার জোরে এবং কর্পোরেট স্বার্থে এই তিনটি আইন পাশ করিয়েছে মোদী সরকার। এর ফলে একদিকে যেমন মজুতদারি বাড়বে, কমবে সরকারি নিয়ন্ত্রণ, তেমনই বিভিন্ন খাদ্যপণ্যের কালোবাজারির আশঙ্কাও বাড়বে। কিন্তু মোদী সরকার নিজেদের অবস্থানে অনড়ই থাকে। এই অবস্থায় পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশে-সহ একাধিক রাজ্য থেকে আসা কৃষকেরা একযোগে গত দু’সপ্তাহ ধরে রাজধানী দিল্লি কার্যত অবরুদ্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনাতেও কৃষকদের দাবি মেনে তিনটি কৃষি আইন বাতিল করেনি কেন্দ্র। তার মধ্যেই এ দিন প্রাক্তন আমলাদের খোলা চিঠি কার্যত কৃষক সংগঠনগুলির দাবিকেই সমর্থন করল। চিঠিতে অবশ্য প্রাক্তন আমলারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও বিশেষ রাজনৈতিক দলের পক্ষ নিয়ে তাঁরা এ সব কথা বলছেন না।

চিঠির বক্তব্য, কৃষি রাজ্যের এক্তিয়ারে থাকলেও তাতে ব্যাপক রদবদল করে কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করেছে। পাশাপাশি, এই আইন যাদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে, সেই কৃষকদের সঙ্গেই কথা বলেনি সরকার! সংসদেও বিরোধীদের বক্তব্য শোনা হয়নি। রাজ্যসভায় ধ্বনিভোটে বিলটি পাশ করানো নিয়েও সরব হয়েছেন প্রাক্তন আমলারা। এই খোলা চিঠিতে মোদী সরকারের অস্বস্তি বাড়িয়ে প্রাক্তন আমলারা এই আইন পাশের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, কেন্দ্র হয়তো ভেবেছিল অতিমারির মধ্যে জমায়েত করবেন না প্রতিবাদীরা।

Advertisement

আরও পড়ুন: কেন্দ্রের মুখে এ বার মাওবাদী ইন্ধন!

আরও পড়ুন: রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত এ বার বদলাতে চান স্বামী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন