গলা কেটে বাবাকে খুন

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবাকে গলা কেটে খুন করল দুই ছেলে। জামশেদপুরের কল্যাণগড়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, ব্যবসায়ী অর্জুন সাহুর খুনের ঘটনায় তাঁর দুই ছেলে রমানন্দ ও বিকাশকে গ্রেফতার করা হয়েছে। এসপি (শহর) চন্দন ঝা বলেন, ‘‘ধৃতরা স্বীকার করেছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই তারা দা দিয়ে বাবার গলা কেটেছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ১৫:২৫
Share:

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবাকে গলা কেটে খুন করল দুই ছেলে। জামশেদপুরের কল্যাণগড়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, ব্যবসায়ী অর্জুন সাহুর খুনের ঘটনায় তাঁর দুই ছেলে রমানন্দ ও বিকাশকে গ্রেফতার করা হয়েছে। এসপি (শহর) চন্দন ঝা বলেন, ‘‘ধৃতরা স্বীকার করেছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই তারা দা দিয়ে বাবার গলা কেটেছে।’’

Advertisement

তদন্তকারীরা জানান, অর্জুনবাবু খুন হন শনিবার রাতে। দোকান থেকে বাড়ি ফিরে ঘুমোতে গিয়েছিলেন তিনি। সকালে বাড়ির অন্য লোকেরা অর্জুনবাবুর গলাকাটা দেহ দেখতে পান। তাঁর বড় ছেলে শম্ভুর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ধৃতদের মধ্যে অর্জুনবাবুর মেজ ছেলে রমানন্দ বিহারের গয়ায় থাকে। জেরায় রমানন্দ জানিয়েছে, গয়া থেকে জামশেদপুরে এসে তার ছোট ভাই বিকাশের সঙ্গে বাবাকে খুনের পরিকল্পনা করে সে। রান্নাঘরে থাকা দা দোকানে নিয়ে গিয়ে ধারালো করে তারা। রাতে সুযোগ বুঝে দু’ভাই মিলে বাবার গলায় কোপ মেরে খুন করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement