মন্ত্রীকে ফতোয়া বিহারে

ফিরোজকে কেন জামাত থেকে বাদ দেওয়া হবে না— সেই প্রশ্নও তোলেন পটনার ইমারতে শরিয়ার মুফতি সুহেল আহমেদ কাসমি। তিনি বলেন, ‘‘ইসলামে এ সব বরদাস্ত করা হয় না। উনি কেন এমন বলেছেন তা জানতে চাওয়া হয়েছে। কেন-ই বা তাঁকে জামাত থেকে হঠানো হবে না, সেই উত্তরও চেয়েছি।’’ মুফতি আরও জানান, ফিরোজের নিকাহনামা খারিজ করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ১০:৪০
Share:

ছবি: সংগৃহীত

নীতীশ কুমারের আস্থাভোটের দিন বিহার বিধানসভার পোর্টিকোয় দাঁড়িয়ে কয়েক বার ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়েছিলেন জেডিইউ বিধায়ক ফিরোজ আহমেদ। সে জন্য তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছিল। ফিরোজকে কেন জামাত থেকে বাদ দেওয়া হবে না— সেই প্রশ্নও তোলেন পটনার ইমারতে শরিয়ার মুফতি সুহেল আহমেদ কাসমি। তিনি বলেন, ‘‘ইসলামে এ সব বরদাস্ত করা হয় না। উনি কেন এমন বলেছেন তা জানতে চাওয়া হয়েছে। কেন-ই বা তাঁকে জামাত থেকে হঠানো হবে না, সেই উত্তরও চেয়েছি।’’ মুফতি আরও জানান, ফিরোজের নিকাহনামা খারিজ করা হয়েছে।

Advertisement

তার পরই এ দিন সন্ধেয় ইমারতে শরিয়ায় গিয়ে কাসমির সঙ্গে দেখা করেন ফিরোজ আহমেদ। লিখিত ভাবে কাসমির কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। যদিও সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে কিছু বলতে রাজি হননি ফিরোজ।

তবে এর আগে বিজেপি-জেডিইউ জোট সরকারের সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরোজ বলেছিলেন, ‘‘ইসলাম সবাইকে ভালবাসতে শেখায়। আমি রাম-রহিমে পার্থক্য করি না। বিহারের তথা দেশের মানুষের ভালর জন্য বার বার জয় শ্রীরাম বলতে পারি।’’ এ-ও জানিয়েছিলেন, বিহারের প্রচুর সংখ্যালঘু মানুষের কাছে এখনও উন্নয়নের ছোঁয়া পৌঁছয়নি। সবার উচিত সেই কাজে এগিয়ে আসা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement