সিন্দ্রি সার কারখানা খোলার সিদ্ধান্ত

তেরো বছর আগে বন্ধ হয়ে যাওয়া ফার্টিলাইজার কর্পোরেশন অফ ইন্ডিয়ার সিন্দ্রি ইউনিট ফের খুলতে চলেছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছে, গত কাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বন্ধ হয়ে যাওয়া সিন্দ্রি ইউনিটটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র এই কারখানা খোলার জন্য ৬০০০ কোটি টাকা বরাদ্দ করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রাঁচি শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০৩:১৬
Share:

বন্ধ সিন্দ্রি সার কারখানা। শুক্রবার চন্দন পালের তোলা ছবি।

তেরো বছর আগে বন্ধ হয়ে যাওয়া ফার্টিলাইজার কর্পোরেশন অফ ইন্ডিয়ার সিন্দ্রি ইউনিট ফের খুলতে চলেছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছে, গত কাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বন্ধ হয়ে যাওয়া সিন্দ্রি ইউনিটটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র এই কারখানা খোলার জন্য ৬০০০ কোটি টাকা বরাদ্দ করবে।

Advertisement

ধানবাদ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে, দামোদরের ধারে ৬৬৫৪ একর জমিতে তৈরি হয়েছিল সিন্দ্রি টাউনশিপ। ২০০২ সালে কারখানা বন্ধ হওয়ার পরে অনেক কর্মীই স্বেচ্ছাবসর নিয়ে টাউনশিপ ছেড়ে চলে যান। ফের এই কারখানা খোলার সিদ্ধান্তে খুশি এলাকার মানুষ। মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে জানা গিয়েছে, এই কারখানা খুললে প্রত্যক্ষ ভাবে ৫০০ জন ও পরোক্ষ ভাবে প্রায় তিন হাজার মানুষের-রোজগারের ব্যবস্থা হবে। ধানবাদের সাংসদ পশুপতিনাথ সিংহ বলেন, ‘‘গত বিধানসভা নির্বাচনে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কারখানা খোলার প্রতিশ্রুতি দেন। কেন্দ্রীয় সরকারের মেয়াদ প্রথম বর্ষপূর্তির মধ্যেই তিনি প্রতিশ্রুতি রাখলেন।’’ পূর্ব ভারতের অন্যতম প্রধান ইউরিয়া সার উৎপাদনের এই কারখানা সিন্দ্রি ফার্টিলাইজার নামেই পরিচিত ছিল। অসমের নামরূপে ইউরিয়া উৎপাদনের দু’টি ছোট ইউনিট ছাড়া পূর্ব ভারতে মূলত এই সিন্দ্রি থেকেই ইউরিয়ার সরবরাহ হতো। মুখ্যমন্ত্রী রঘুবর দাসের রাজনৈতিক পরামর্শদাতা অজয় কুমার বলেন, ‘‘প্রধানমন্ত্রীজির এই সিদ্ধান্তে আমাদের মুখ্যমন্ত্রী খুবই খুশি। উনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন