গ্রাম, গরিব, পরিকাঠামো, কর্মসংস্থানে জোর জেটলির

লোকসভায় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

Advertisement
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২৮
Share:

সংসদে বাজেট পেশ করছেন অরুণ জেটলি। সৌজন্যে লোকসভা টিভি।

• প্রবীণ নাগরিকদের জন্য আসবে স্মার্ট কার্ড। ব্যবস্থাটি কার্যকর করবে জীবন বিমা নিগম।

Advertisement

• তফসিলি জাতির জন্য বরাদ্দ ৩৮ হাজার কোটি থেকে বেড়ে ৫৫ হাজার কোটি।

• চিকিত্সা সরঞ্জামের দাম কমাতে আসবে নতুন নীতি।

Advertisement

• লক্ষ্য ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা নির্মূল করা।

• ইউজিসি সংস্কারের ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

• কম দামের আবাসন নির্মাণকে পরিকাঠামো শিল্পের তকমা।

• গর্ভবতী মহিলাদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা করা প্রকল্পে বরাদ্দ ৬ হাজার কোটি।

• অন্তত ৩৫০টি অনলাইন পাঠ্যক্রম চালু হবে।

• ভিনদেশে চাকরি পেতে সুবিধার জন্য বিদেশি ভাষা শিক্ষায় জোর।

• অন্তত ৩৫০টি অনলাইন পাঠ্যক্রম চালু হবে।

• ২০১৯-এর মধ্যে পাকা হবে ১ কোটি কাঁচা বাড়ি।

• ২০১৮-এর মধ্যে ১০০ শতাংশ গ্রামে বিদ্যুত্ পৌঁছনোর প্রতিশ্রুতি দিলেন অর্থমন্ত্রী।

• শৌচালয় তৈরি বেড়েছে চোখে পড়ার মতো। স্বচ্ছ ভারত প্রকল্পের কারণে এই সাফল্য। দাবি অরুণ জেটলির।

• প্রধানমন্ত্রী আবাস ষোজনায় বরাদ্দ ১৫ হাজার কোটি থেকে বেড়ে ২৩ হাজার কোটি।

• ১০০ দিনের কাজ প্রকল্পে বরাদ্দ ৪৮ হাজার কোটি টাকা।

• ১০০ দিনের বহু প্রকল্পকে কাজে লাগিয়ে আরও বেশি পরিকাঠামো তৈরির উপর জোর দিলেন অর্থমন্ত্রী।

• প্রধানমন্ত্রী আবাস ষোজনায় বরাদ্দ ১৫ হাজার কোটি থেকে বেড়ে ২৩ হাজার কোটি।

• প্রধানমন্ত্রী গ্রাম সড়ক ষোজনায় প্রতি দিন তৈরি হচ্ছে ১৩৩ কিলোমিটার রাস্তা।

• ১০০ দিনের বহু প্রকল্পকে কাজে লাগিয়ে আরও বেশি পরিকাঠামো তৈরির উপর জোর দিলেন অর্থমন্ত্রী।

• তরুণদের জন্য কাজের বন্দোবস্ত, পরিকাঠামোর উন্নতি, ডিজিটাল ভারত, রাজকোষ ঘাটতি বাড়তে না দেওয়া বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য।

• তৈরি হবে চুক্তি চাষের নতুন আধুনিক আইন।

• ১০ লক্ষ কোটি টাকা কৃষি ঋণ দেওয়ার লক্ষ্য মাত্রা ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

• কৃষকদের সুবিধার জন্য মাটি পরীক্ষা কেন্দ্র তৈরি করবে সরকার।

• “বাড়ছে ফসল বিমার পরিধি। বরাদ্দ ১৩ হাজার কোটি টাকা।”

• “আগামী পাঁচ বছরে চাষীদের রোজগার দ্বিগুণ করার লক্ষ্যে এগোচ্ছে সরকার। তার জন্য যথেষ্ট পরিমাণে ঋণের ব্যবস্থা করা হবে।”

• “কালো টাকার বিরুদ্ধে যুদ্ধে যে ভাবে মানুষ পাশে দাঁড়িয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ।”

• নোট বাতিলের ফলে অর্থনীতি ধাক্কা খেলেও তা হবে স্বল্প মেয়াদি, মন্তব্য অর্থমন্ত্রীর।

• কর ফাঁকি রুখতে বড় পদক্ষেপ নোট বাতিল, বললেন অরুণ জেটলি।

• “জিএসটির জন্য আগামী দিনে কর ব্যবস্থা স্বচ্ছ হবে, বাড়বে রাজস্ব।”

• আগামী দিনে সুদ আরও বাড়াতে পারে মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ, উদ্বাগ জেটলির।

• নাম না করে ট্রাম্পের ভিসা নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অরুণ জেটলি।

• বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যেই বাজেট ভাষণ শুরু করলেন অরুণ জেটলি।

• অর্থমন্ত্রী অরুণ জেটলিকে বাজেট পেশ করার অনুরোধ জানালেন স্পিকার সুমিত্রা মহাজন।

• ই আহমদের মতো প্রবীণ সাংসদের প্রয়াণের কারণে আজ সভা মুলতুবি করে আগামী কাল বাজেট পেশ করার দাবি জানালেন মল্লিকার্জুন খড়্গে।

• ই আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামিকাল সভা মুলতুবি থাকবে, জানালেন স্পিকার।

• স্পিকার সুমিত্রা মহাজন বললেন, “বাজেটের তারিখ নির্ধারণ করেছেন রাষ্ট্রপতি। আজ বাজেট পেশ করা সাংবিধানিক দায়িত্ব।”

• বাজেট পেশ না করে আজ সংসদের অধিবেশন মুলতুবি করে দেওয়ার দাবি তুলল কংগ্রেস

• নীরবতা পালন শেষ হতেই বিরোধীদের হট্টগোল লোকসভায়।

• শোক প্রস্তাব পাঠের পর প্রয়াত সাংসদ তথা মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করল সাংসদ।

• লোকসভার অধিবেশন শুরু। প্রয়াত সাংসদের প্রতি শোক প্রস্তাব পেশ করছেন স্পিকার সুমিত্রা মহাজন।

• প্রয়াত সাংসদ ই আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পেশ হবে বাজেট।

• বাজেটের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হল। বৈঠকে ক্যাবিনেট অনুমোদন দিল বাজেট।

• বাজেট পেশ করতে সংসদে পৌঁছলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

• প্রথম বার এক সঙ্গে পেশ হতে যাচ্ছে রেল ও সাধারণ বাজেট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন