মুম্বইয়ে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় মৃত্যু একই পরিবারের ৮ জনের

মুম্বইয়ের জুহু গলিতে ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন একই পরিবারের ৮ সদস্য। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দু’জন। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ আগুন লাগে জুহু গলির ওই বাড়িতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ১০:২২
Share:

মুম্বইয়ের জুহু গলিতে ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন একই পরিবারের ৮ সদস্য। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দু’জন।

Advertisement

বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ আগুন লাগে জুহু গলির ওই বাড়িতে। সারা দিনের ক্লান্তি কাটিয়ে একটু বেলা করেই ঘুম থেকে ওঠেন ওই বাড়ির ওই বাড়ির সদস্যেরা। বৃহস্পতিবারেও সেই নিয়মের অন্যথা হয়নি। তাই তাঁরা আঁচ করতে পারেননি একটা একটা করে সিঁড়ি বেয়ে মৃত্যু তাঁদের দিকে এগিয়ে আসছে। ৮টি প্রাণ খুইয়ে তারই খেসারত দিতে হল খান পরিবারকে।

প্রাথমিক ভাবে দমকল জানিয়েছে, দোতলা বাড়ির নীচের তলাটা ওষুধের দোকান। দোতলায় থাকত খান পরিবারের সদস্যরা। রোজকারের মতো রাতে দোকান বন্ধ করে চলে যান কর্মীরা। এ দিন সকাল ৬টা নাগাদ এই ওষুধের দোকান থেকেই কোনও ভাবে আগুন লেগে যায়। ঘরগুলি ছোট এবং খোলামেলা না হওয়ার জন্য ধোঁয়া বেরনোর জায়গা পায়নি। তার উপরে দাহ্য বস্তু উপস্থিত থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়েও পড়তে শুরু করে। ওষুধের দোকান থেকে আগুনে দোতলার ঘরে ছড়িয়ে পড়ে। ঘুমিয়ে থাকার জন্য প্রথমে কেউ বুঝতেই পারেননি আগুন লাগার ঘটনাটি। কিছু ক্ষণ পরে তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরাই প্রথমে দমকলে খবর দেন। দোতলার ঘর থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ৮ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement