National

নিয়ন্ত্রণ রেখায় দিনভর গোলাগুলি, মৃত্যু এক ভারতীয় জওয়ানের

এ দিন সকাল থেকেই পুঞ্চ এবং রাজৌরি জেলার বিভিন্ন সেক্টরে গোলাবর্ষণ শুরু করে পাক বাহিনী। ভারতীয় বাহিনীও তার উপযুক্ত জবাব দিচ্ছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ২১:৪৩
Share:

পাক বাহিনীর গোলাগুলিতে সোমবার জম্মু-কাশ্মীরে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। এ দিন সকাল থেকেই পুঞ্চ এবং রাজৌরি জেলার বিভিন্ন সেক্টরে গোলাবর্ষণ শুরু করে পাক বাহিনী। ভারতীয় বাহিনীও তার উপযুক্ত জবাব দিচ্ছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।

Advertisement

নিয়ন্ত্রণ রেখা লাগোয়া রাজৌরি জেলার বিভিন্ন অংশে সোমবার ভোর থেকেই গোলাবর্ষণ করতে শুরু করে পাকিস্তান। সীমান্ত লাগোয়া আর এক জেলা পুঞ্চেও একই ভাবে হামলা শুরু হয়। ভারতের সীমান্ত চৌকিগুলির পাশাপাশি জনবসতি এলাকাতেও এ দিন আঘাত করেছে পাকিস্তানের গোলা। ফলে এক সেনা জওয়ানের মৃত্যু হওয়ার পাশাপাশি দুই মহিলাও জখম হয়েছেন। সেনা সূত্রে খবর, জখমদের মধ্যে এক জনের আঘাত গুরুতর। তাঁকে জম্মুর গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।

সেনা সূত্রের খবর, পাক বাহিনী এ দিনও ৮২ এমএম এবং ১২০ এমএম মর্টার দিয়ে হামলা চালিয়েছে। ভারতীয় বাহিনীও পাক হামলার যোগ্য জবাব দিচ্ছে বলে সেনা মুখপাত্র জানিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ৪ পাক চৌকি গুঁড়িয়ে দিল সেনা, হতাহত বহু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন