UP Crime News

দলিত বরকে জোর করে নামানো হল ঘোড়া থেকে, বিয়ের আগে হেনস্থা, উত্তরপ্রদেশে গ্রেফতার ৫

বিয়ে করতে যাওয়ার আগে দলিত যুবককে হেনস্থার অভিযোগ উত্তরপ্রদেশে। তাঁকে জোর করে ঘোড়া থেকে নামিয়ে দেওয়া হয়। বরযাত্রীদের দিকে ছোড়া হয় ঢিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৪
Share:

পুলিশ কনস্টেবল রবিন সিংহ, বিয়ের আগে যাঁকে জোর করে ঘোড়া থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত।

দলিত বরকে জোর করে ঘোড়া থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। বিয়ে করতে যাওয়ার আগে রাস্তায় তাঁকে হেনস্থা করা হয়। বরযাত্রীকে লক্ষ্য করে ছোড়া হল পাথর। অভিযোগ তথাকথিত উচ্চবর্ণের লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে দলিত পরিবার। পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহরের। রবিন সিংহ নামের ওই দলিত যুবক পুলিশ কনস্টেবল পদে চাকুরিরত। গত সপ্তাহে তাঁর বিয়ে ছিল। ঘোড়ায় চড়ে বরযাত্রী নিয়ে কনের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। ডিজে বাজিয়ে বরযাত্রী এগোচ্ছিল। কিন্তু অভিযোগ, ঠাকুরপাড়া দিয়ে যাওয়ার সময়েই গোলমাল শুরু হয়। ওই পাড়ার কেউ মিউজিক সিস্টেমের দিকে পাথর ছোড়েন। ভাঙচুর করা হয় যন্ত্রপাতি। অনেকে তাতে আহতও হন। বরযাত্রীদের সঙ্গে ওই পাড়ার লোকজন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন। এই সময়েই বরকে টেনে ঘোড়া থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বরযাত্রী মহিলাদেরও হেনস্থা করা হয়।

বরের বাবা পরের দিন থানায় অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান, মূলত ঠাকুর এবং রাজপুত পরিবারের সদস্যেরা তাঁদের হেনস্থা করেছেন। গোলমালের জেরে রাত সাড়ে ১১টায় বিয়ের মণ্ডপে পৌঁছন বর। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত বাকিদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। বরের বাবা জানিয়েছেন, পুলিশের ভূমিকায় তিনি সন্তুষ্ট।

Advertisement

বুলন্দশহর গ্রামীণ পুলিশের প্রধান রোহিত মিশ্র বলেন, ‘‘বরযাত্রীর দিকে কেউ পাথর ছুড়েছিলেন। তাতে মিউজিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। তা থেকেই ঝামেলা, মারপিট শুরু হয়। এক পক্ষ পুলিশে অভিযোগ দায়ের করেছে। মামলা রুজু করা হয়েছে।’’ উচ্চবর্ণ-নিম্নবর্ণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এফআইআর দায়ের করা হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement