Gujarat Incident

অহমদাবাদে একই পরিবারের পাঁচ জনের দেহ উদ্ধার! সন্দেহ আত্মহত্যা, মৃতদের মধ্যে রয়েছে পাঁচ এবং আট বছরের শিশুও

ঘটনাটি অহমদাবাদ জেলার বাভলা তালুকের বাগোডরা গ্রামের। সেখানে একটি বাসট্যান্ডের কাছে ভাড়াবাড়িতে থাকে থাকত ওই পরিবার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৪:৩৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

গুজরাতে একই পরিবারের পাঁচ জনের দেহ উদ্ধার হল। আর এই ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। প্রাথমিক ভাবে সন্দেহ, আত্মহত্যা করেছে গোটা পরিবার। কিন্তু কী কারণে আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে। মৃতদের মধ্যে পাঁচ এবং আট বছরের দুই শিশুও।

Advertisement

ঘটনাটি অহমদাবাদ জেলার বাভলা তালুকের বাগোডরা গ্রামের। সেখানে একটি বাসট্যান্ডের কাছে ভাড়াবাড়িতে থাকে থাকত ওই পরিবার। রবিবার সকালে তাঁদের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তখন বাড়ির মালিক খোঁজ নিতে যান। গিয়ে দেখেন পাঁচ জনের দেহ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই ঘটনায় হুলস্থিল পড়ে যায় গোটা এলাকায়। আর এই ঘটনাই মনে করিয়ে দিচ্ছে ২০১৮ সালে দিল্লির বুরারিতে একই পরিবারের ১১ জনের মৃত্যুর ঘটনা।

প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ বিষ খেয়ে আত্মহত্যা করেছেন সকলেই। ওই বাড়িতে এক দম্পতি এবং তাঁর তিন সন্তান ছিল। মৃতেরা হলেন, বিপুল কাঞ্জি বাঘেলা (৩৪), তাঁর স্ত্রী সোনল (২৬), দুই কন্যা (১১ এবং ৫ বছরের) এবং পুত্র (৮)।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বিপুল অটো চালাতেন। পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি। বিপুল মূলত ঢোলকার বাসিন্দা। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, কেন আত্মহত্যা করলেন সেই বিষয়টি স্পষ্ট নয়। তবে আশপাশের লোকজনের কাছ থেকে পরিবারটি সম্পর্কে খোঁজখবর নিয়ে জানার চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement