Assam Rain

২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে অসমের ছয় জেলায় বন্যা পরিস্থিতি! ১০ হাজার মানুষকে সরানো হল ত্রাণশিবিরে, ভূমিধসে মৃত পাঁচ

প্রশাসন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টির জেরে ছয় জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার মধ্যে রয়েছে কামরূপ মেট্রোপলিটান, কামরূপ, কাছাড়, ধেমাজি, লখিমপুর এবং গোলাঘাট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৬:৪০
Share:

জলমগ্ন অসম। ছবি: পিটিআই।

বৃষ্টিতে বিপর্যস্ত অসম। ইতিমধ্যেই ছয় জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি জায়গায় আবার ধস নামায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, কামরূপে ধসে চাপা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টির জেরে ছয় জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার মধ্যে রয়েছে কামরূপ মেট্রোপলিটন, কামরূপ, কাছাড়, ধেমাজি, লখিমপুর এবং গোলাঘাট। এখনও পর্যন্ত ১০ হাজারেরও বেশি জলবন্দি মানুষকে ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে চিরাং, বাক্সা, বরপেটা, বঙ্গাইগাঁও, বাজালি, তামুলপুর, দারাং এবং উদলগুড়িতে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শুক্রবারই জানিয়েছেন, রাজ্যের ১৮টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টির জেরে প্রভাব পড়েছে অসমেও। বিশেষ করে গুয়াহাটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। শহরের প্রায় অর্ধেক অংশই জলমগ্ন হয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের জেরে শনিবার কামরূপ মেট্রোপলিটন এবং কামরূপে সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। শনিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয়।

Advertisement

বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে অসমের বহু জেলা প্লাবিত হয়েছে। সঙ্গে চলছে ঝোড়ো হাওয়াও। রবিবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে বিমান পরিষেবাও। গুয়াহাটিগামী অনেক বিমান আগরতলা এবং কলকাতার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অসম বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, গুয়াহাটির পাহাড়ি এলাকার তিন জায়গায় ধস নেমেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement