ভিন্ ধর্মের ছেলের সঙ্গে প্রেম করার অপরাধে উত্তপ্রদেশের অলীগঢ়ে হিন্দু যুবা বাহিনীর হাতে নিগৃহীতা হলো এক কিশোরী। চলতি সপ্তাহে ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা গিয়েছে, ওই কিশোরীকে একের পর এক চড় মারছেন আলিগড়ের বিজেপি নেত্রী সঙ্গীতা বার্ষ্ণেয়। এ নিয়ে প্রশ্নের মুখে সঙ্গীতা জানান, ‘লভ জেহাদ’ রুখতে ভবিষ্যতেও এমন পদক্ষেপ করতে তিনি পিছপা হবেন না। ঘটনার দায় ঝেড়ে বিজেপি জানিয়েছে, এক সময়ে ওই নেত্রী জেলা বিজেপি মহিলা মোর্চার অধ্যক্ষ ছিলেন বটে, তবে এখন দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনি হিন্দু যুবা বাহিনীর মহিলা মোর্চার সঙ্গে যুক্ত রয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই এই হিন্দু যুবা বাহিনী গড়েছিলেন ‘লভ জেহাদ’ রুখতে। কংগ্রেসের অভিযোগ, যোগীর জমানায় সেই বাহিনীর দাপট যে বাড়বে, তা বলাই বাহুল্য। অলীগঢ়ের ঘটনা তার প্রমাণ।
পুলিশ বলছে, ওই কিশোরী মাঝেমধ্যেই মহম্মদ ফয়জানের সঙ্গে দেখা করতে অলীগঢ়ের নওরঙ্গাবাদে আসত। মঙ্গলবার দু’জনকে পার্কে দেখে চড়াও হয় হিন্দু যুবা বাহিনীর সদস্যরা। সঙ্গীতাও ছিলেন সেই দলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে ওই যুগলকে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়। ভিডিওতে দেখা গিয়েছে, থানাতেই সঙ্গিতার প্রশ্নের মুখে ওই কিশোরী জানায়, ফয়জানের সঙ্গে তার সম্পর্ক কয়েক বছরের। তবে বাড়ির লোক কিছুই জানে না। বাড়িতে না জানিয়ে অন্য ধর্মের ছেলের সঙ্গে প্রেম করার অপরাধে এর পরেই ওই কিশোরীকে পরের পর থাপ্পড় মারেন সঙ্গীতা। যে কাজের জন্য বিন্দুমাত্র লজ্জিত নন তিনি। বলেছেন, ‘‘নিজের মেয়ে হলেও এ ভাবে মারতাম। এই ধরনের সম্পর্কের পরিণতি কখনও ভাল হয় না।’’
পরে ওই কিশোরীর বাবাকেও থানায় ডেকে পাঠানো হয়। তিনি কারও বিরুদ্ধে অভিযোগ না জানানোয় সঙ্গীতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে হিন্দু যুবা বাহিনী প্রকাশ্য স্থানে আশালীন আচরণের অভিযোগ আনায় ফয়জানকে গ্রেফতার করেছে পুলিশ।