National News

চিনের দিকে নজর রাখতে লাদাখে উট নিয়ে যাচ্ছে সেনাবাহিনী

সেনাবাহিনী সূত্রের খবর, এক কুঁজের চেয়ে দুই কুঁজের উটের কথাই বেশি ভাবা হচ্ছে। যেহেতু দুই কুঁজের উট অনেক বেশি ভার বইতে পারে। আর এক কুঁজের চেয়ে অনেক কম সময়ে অনেক বেশি দূরে যেতে পারে দুই কুঁজের উট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ১৭:২৬
Share:

দুই কুঁজের উট। ছবি: সংগৃহীত।

লাদাখের নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে চিনা ফৌজ গোপনে আমাদের ভূখণ্ডে ঢুকছে কি না, তার ওপর নজর রাখতে এ বার উট নামানোর কথা ভাবছে ভারতীয় সেনাবাহিনী। সেই উট হবে দু’রকমের। এক কুঁজ আর দুই কুঁজের। সেই উটের পিঠে কোনও জওয়ান থাকবেন না।

Advertisement

সেনাবাহিনী সূত্রের খবর, এক কুঁজের চেয়ে দুই কুঁজের উটের কথাই বেশি ভাবা হচ্ছে। যেহেতু দুই কুঁজের উট অনেক বেশি ভার বইতে পারে। আর এক কুঁজের চেয়ে অনেক কম সময়ে অনেক বেশি দূরে যেতে পারে দুই কুঁজের উট।

ভারতীয় সেনাবাহিনী ওই উটগুলি রাখতে চাইছে সিকিম, তিব্বত ও ভূটান, এই তিন দেশের সীমান্তে। লাদাখ আর তার আশপাশের এলাকায়। যেখানে সমতল প্রায় নেই বললেই চলে। উচ্চতা ১২ হাজার থেকে ১৫/১৮ হাজার ফুটের মধ্যে।

Advertisement

নজরদারির জন্য উটগুলিকে প্রশিক্ষণ দেওয়ার কাজ প্রাথমিক ভাবে শুরু হয়ে গিয়েছে। তারা অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, যোগাযোগ ও নজরদারির যন্ত্রের কতটা সর্বাধিক ভার বইতে পারবে, সেটাও যাচাই করে দেখা হবে।

ভারতীয় সেনাবাহিনী এখন যে উটগুলি ব্যবহার করে, তার সবক’টিই এক কুঁজের। যারা ৪০ কেজি-র বেশি ভার বইতে পারে না। কিন্তু দুই কুঁজের উট বইতে পারে তার অন্তত সাড়ে ৫ কেজি ওজন। ১৮০ কেজি থেকে ২২০/২৩০ কেজি।

আরও পড়ুন- আমি র-এর চর, শেখানো বুলির মতো আউড়ে যাচ্ছিলেন কুলভূষণ​

আরও পড়ুন- কাবুলে পর পর তিনটি বিস্ফোরণ, হত ৪০-এর বেশি, জখম বহু​

দুই কুঁজের উটের বাড়তি সুবিধা, সেগুলি অনেক কম সময়ে অনেক বেশি পথ পেরিয়ে যেতে পারে। দু’ঘণ্টায় কম করে, ১০ থেকে ১৫ কিলোমিটার।

ভারতীয় সেনাবাহিনী এত দিন দুই কুঁজের উট তেমন ব্যবহার করেনি মূলত, দু’টি কারণে।

প্রথমত, তা ভারতের অনেক জায়গায় মেলে না। পাওয়া যায় শুধুই লাদাখের নুব্রা উপত্যকায়।

দ্বিতীয়ত, দুই কুঁজের উট সংখ্যায় খুব একটা বেশি নেই লাদাখে। রয়েছে মেরেকেটে ২০০টি। খানিকটা দুষ্প্রাপ্য বলে তাদের ব্যবহার করার ক্ষেত্রে বন্যপ্রাণ আইনের দিক থেকেও কিছুটা বাধা ছিল। হালে সেটা দূর হয়েছে।

আর লাদাখের লাগোয়া এলাকায় ভারতীয় সেনাবাহিনীর হাতে ইতিমধ্যেই রয়েছে এক কুঁজের ৪টি উট। সেনাবাহিনীকে সেগুলি দিয়েছে বিকানেরের ‘ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল’।

বাহিনী সূত্রের খবর, উটগুলির প্রশিক্ষণ চলছে এখন লে’তে, ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র প্রধান গবেষণাগার ‘ডিফেন্স ইনস্টিটিউট অফ হাই অলটিটিউড রিসার্চ (ডিহার)-এ। প্রশিক্ষণের জন্য এ বছরের ফেব্রুয়ারিতেই সেখানে নিয়ে যাওয়া হয়েছে দুই কুঁজের উটগুলিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement