আইআইটি কানপুরে নিজ বিভাগ অর্থনীতির

আগে কানপুর আইআইটি-তে অর্থনীতিতে পিএইচডি এবং স্নাতক স্তরে অর্থনীতি পড়ানো হতো। ২০০৫ সালে শুরু হয় পাঁচ বছরের সংযুক্ত পাঠ্যক্রম। পড়ুয়াদের ভর্তি নেওয়া হতো সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ০৪:৫০
Share:

দাবি উঠছিল ছাত্রছাত্রীদের মধ্য থেকেই। দেশের আইআইটিগুলির মধ্যে প্রথম পৃথক অর্থনীতি বিভাগ চালু করল কানপুর আইআইটি।

Advertisement

চলতি শিক্ষাবর্ষে এই বিভাগে স্নাতক স্তরে ভর্তি নেওয়া শুরু হয়েছে। ২০১৯ সালে স্নাতকোত্তর স্তরে বাইরের ছাত্র ভর্তি নেওয়ার চেষ্টা চলছে। অর্থনীতি বিভাগের প্রধান জয়দীপ দত্ত মঙ্গলবার জানান, এত দিন আগে অর্থনীতি পড়ানো হতো কলা ও সমাজবিজ্ঞান বিভাগের অধীনে। অর্থনীতির পড়ুয়ারা ক্যাম্পাস ইন্টারভিউয়েও খুব সফল। গত কয়েক বছরে চাকরি পাওয়ার হার প্রায় ৯৫%। পড়ুয়ারাই দাবি তুলছিলেন, আলাদা বিভাগ হোক। কেননা কলা ও সমাজবিজ্ঞান বিভাগের অধীনে পড়াশোনা করতে, ডিগ্রি পেয়ে বিদেশে পড়া চালাতে সমস্যা হয়। অসুবিধা হয় ইন্টার্নশিপ এবং বিনিময় কর্মসূচিতেও। পড়ুয়ারা যে-বিষয় পড়ছেন, তার নিজস্ব বিভাগীয় পরিচয় প্রয়োজন হয়ে পড়েছিল।

‘‘অর্থনীতির যে-দ্বৈত ডিগ্রির ব্যবস্থা আছে, তাতে বিজ্ঞান, অর্থনীতি, ইঞ্জিনিয়ারিংয়ের বহু বিষয় পড়ানো হয়। কিন্তু বাইরে থেকে সেটা বোঝা যায় না,’’ বললেন জয়দীপবাবু।

Advertisement

আগে কানপুর আইআইটি-তে অর্থনীতিতে পিএইচডি এবং স্নাতক স্তরে অর্থনীতি পড়ানো হতো। ২০০৫ সালে শুরু হয় পাঁচ বছরের সংযুক্ত পাঠ্যক্রম। পড়ুয়াদের ভর্তি নেওয়া হতো সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে। ২০১১ সালে নতুন করে পাঠ্যক্রম সাজানো হয়। চালু করা হয় চার বছরের স্নাতক এবং পাঁচ বছরের ডুয়াল বা দ্বৈত ডিগ্রি। এ বার একেবারে আলাদা বিভাগ চালু হলো। ভর্তি নেওয়া হচ্ছে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement