আরজেডি-বিজেপি কাজিয়া আদালতে

আরজেডি এবং বিজেপির ‘রাজনৈতিক টানাপড়েন’ এ বার আদালত পর্যন্ত গড়াল। পারিবারিক সম্মানহানীর অভিযোগ তুলে বিহার বিজেপির নেতা সুশীল মোদী আজ পটনা সিজেএম আদালতে মানহানির মামলা দায়ের করলেন। অভিযুক্ত আরজেডির দুই মুখপাত্র—মনোজ ঝা এবং চিত্তরঞ্জন গগন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ২১ মে ২০১৭ ০২:৫৬
Share:

আরজেডি এবং বিজেপির ‘রাজনৈতিক টানাপড়েন’ এ বার আদালত পর্যন্ত গড়াল। পারিবারিক সম্মানহানীর অভিযোগ তুলে বিহার বিজেপির নেতা সুশীল মোদী আজ পটনা সিজেএম আদালতে মানহানির মামলা দায়ের করলেন। অভিযুক্ত আরজেডির দুই মুখপাত্র—মনোজ ঝা এবং চিত্তরঞ্জন গগন।

Advertisement

মামলার প্রথম দিনে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে সুশীল মোদী বলেন, ‘‘আরজেডি মুখপাত্ররা কোনও তথ্য-প্রমাণ ছাড়াই অভিযোগ তুলে আমার সামাজিক প্রতিষ্ঠার ক্ষতি করতে চেয়েছেন।’’ আদালতের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে গ্রেফতার করার পাশাপাশি কড়া সাজার দাবি জানিয়েছেন তিনি।

গত মাস দুই-এক ধরে লালুপ্রসাদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক আর্থিক অনিয়মের অভিযোগ করে চলেছেন সুশীলবাবু। কখনও পটনা চিড়িয়াখানায় মাটি কেলেঙ্কারি, কখনও বেআইনি ভাবে শপিংমল তৈরি থেকে শুরু করে দলীয় নেতাদের কাছ থেকে সম্পত্তি নেওয়ার অভিযোগ তুলে আরজেডি নেতৃত্বকে জেরবার করেছেন তিনি। তার প্রেক্ষিতেই সাংবাদিক সম্মেলন করে মনোজ ঝা এবং চিত্তরঞ্জন গগন বিজেপি নেতার বিরুদ্ধেও অবৈধ সম্পদ সংগ্রহের অভিযোগ আনেন। মানহানির মামলা করার হুমকি দেন সুশীল মোদী। কিন্তু তারপরেও আরজেডি মুখপাত্রদের তরফে কোনও জবাব না পাওয়ায় তাঁর তরফে পটনা সিজেএম আদালতে মামলা দায়ের করা হয়। এ বিষয়ে মনোজ ঝা বলেন, ‘‘আইনি পথেই এই মামলার মোকাবিলা করা হবে।’’

Advertisement

এ দিকে, আজই দানাপুরের সগুনা মোড়ে লালুপ্রসাদের পরিবারের নির্মীয়মাণ শপিংমলটির কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ু মন্ত্রক। জানা গিয়েছে, প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র ছাড়াই কাজ চলছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন