Ranjan Gogoi

রাজ্যসভায় মনোনীত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ

তাঁকে মনোনীত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ২২:১৮
Share:

রঞ্জন গগৈ। ফাইল চিত্র।

রাজ্যসভায় মনোনীত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তাঁকে মনোনীত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কেন্দ্রীয় সরকারের তরফে এক নোটিস জারি করে এমনটাই জানানো হয়েছে।

Advertisement

রাজ্যসভার মনোনীত সদস্য প্রবীণ আইনজীবী কেটিএস তুলসির অবসরের পরে কাউন্সিল অব স্টেটস-এর একটি পদ ফাঁকা হয়ে যায়। সংবিধানের ৮০ অনুচ্ছেদ অনুযায়ী, সাহিত্য, বিজ্ঞান, কলা এবং সামাজিক বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন এমন কোনও ব্যক্তিকে সেই পদে মনোনীত করার কথা বলা হয়েছে। সংবিধানের সেই অনুচ্ছেদ অনুযায়ী, সোমবার বিচারপতি রঞ্জন গগৈকে ওই পদে মনোনীত করেন রাষ্ট্রপতি।

২০১৮-র ৩ অক্টোবর প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন রঞ্জন গগৈ। ২০১৯-এর ১৭ নভেম্বর অবসরগ্রহণ করেন। সুপ্রিম কোর্টে তাঁর নেতৃত্বাধীন বেঞ্চ অযোধ্যা, শবরীমালা এবং রাফালের মতো গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছে।

Advertisement

আরও পড়ুন: করোনা রুখতে খাস কলকাতায় গোমূত্র পান! আয়োজক বিজেপি নেতা

আরও পড়ুন: করোনা-আতঙ্কে ভোট পিছনোয় বহু পুরসভায় বসতে পারে প্রশাসক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন