গন্ডার শিকারে সাহায্য, ধৃত চার বনকর্মী

ওরাং জাতীয় উদ্যানে শিকারে সাহায্য না করায় দুই বনরক্ষীর সহকর্মীকে গুলি করে মারার ঘটনার রেশ কাটতে না কাটতেই কাজিরাঙাতে শিকারচক্রে সরাসরি বনকর্মীদের জড়িত থাকার ঘটনা সামনে এল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ০৪:১৯
Share:

ওরাং জাতীয় উদ্যানে শিকারে সাহায্য না করায় দুই বনরক্ষীর সহকর্মীকে গুলি করে মারার ঘটনার রেশ কাটতে না কাটতেই কাজিরাঙাতে শিকারচক্রে সরাসরি বনকর্মীদের জড়িত থাকার ঘটনা সামনে এল। শিকারিদের জেরা করে ধরা পড়ল ৪ বনকর্মী। তাঁদের জেরা করে মিলল পুঁতে রাখা গন্ডারের দেহও।

Advertisement

পুলিশ জানায়, গত কাল নগাঁও জেলার জখলাবান্ধা এলাকায় পুলিশ রফিক আলি, সইফুল আলি, ইব্রাহিম আলি ও সোহরাব আলি নামে চার শিকারিকে গ্রেফতার করে। তাদের জেরা করে জানা যায়, নভেম্বর মাসে তারা বুড়াপাহাড় রেঞ্জের টুনিকাটি শিবিরের কাছে একটি গন্ডার মেরে খড়্গ নিয়ে পালায়। তাদের সাহায্য করেছিল চার বনকর্মী। গন্ডারের দেহ তারাই পুঁতে ফেলে। পুলিশ গত রাতেই টুনিকাটি শিবিরে কর্মরত গৃহরক্ষী পিন্টু দাস, টঙ্কেশ্বর বরদলৈ, ঘাস ছাঁটাই কর্মী কেশব গায়েনকে গ্রেফতার করে। আজ ধরা পড়ে প্রাক্তন অস্থায়ী বনকর্মী কুদ্দুস আলি। তাদের দেখিয়ে দেওয়া জায়গা খুঁড়ে গন্ডারের দেহাবশেষ উদ্ধার করা হয়। বনমন্ত্রী এটোয়া মুণ্ডা জানান, শিকারে বনকর্মীদের জড়িত থাকার ঘটনা দুর্ভাগ্যজনক। গ্রেফতার হওয়া বনকর্মীদের সাসপেন্ড করে ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ কাজিরাঙার ষষ্ঠ সংযোজন এলাকায় চতিয়ায় শিকারিরা একটি গন্ডার মারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন