সেনা পোশাকে চার রহস্যময় ব্যক্তি, ত্রস্ত পঠানকোট

সেনার পোশাক পরা চার ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখে থানায় ফোন করেন এক মহিলা। সেই ফোন পেয়ে গোটা শহর জুড়ে চিরুণি তল্লাশি শুরু হয়েছে পটানকোটে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩২
Share:

সেনার পোশাক পরা চার ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখে থানায় ফোন করেন এক মহিলা। সেই ফোন পেয়ে গোটা শহর জুড়ে চিরুণি তল্লাশি শুরু হয়েছে পটানকোটে। শুধু পঠানকোটেই নয়, পঞ্জাব পুলিশের কাছ থেকে খবর পেয়ে লাগোয়া রাজ্য হিমাচল প্রদেশেও তল্লাশি চলছে।

Advertisement

মঙ্গলবার বিকেলে পুলিশের কাছে এক মহিলা ফোন করে জানান, সন্দেহজনক ভাবে চার ব্যক্তি ঘোরাফেরা করছে। তাদের পরনে সেনার পোশাক। এর পরেই তত্পর হয়ে ওঠে পুলিশ। গোটা শহর জুড়ে ওই চার জনের সন্ধানে তল্লাশি শুরু হয়। গত জানুয়ারিতে এই পঠানকোটেই বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় ৭ জওয়ানের প্রাণ যায়। এই মাসের ১৮ তারিখে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলায় প্রাণ যায় ১৮ জওয়ানের। কাজেই ফোন পাওয়ার পর কোনও ঝুঁকি নিতে চায়নি পঞ্জাব প্রশাসন।

আরও পড়ুন: কাশ্মীর ভারতেরই, রাষ্ট্রপুঞ্জে জবাব সুষমার

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement